shono
Advertisement
S Jaishankar

'ভারতের চেয়ে বেশি বাংলাদেশের ভালো কেউ ভাবে না', দিল্লিতে মন্তব্য জয়শংকরের

বাংলাদেশে গণতন্ত্র ফিরবে, নির্বাচন হবে, আশাবাদী ভারতের বিদেশমন্ত্রী।
Published By: Kishore GhoshPosted: 10:17 AM Apr 10, 2025Updated: 12:07 PM Apr 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশে ক্ষমতায় এসেছে মুহম্মদ ইউনুস সরকার। যার পর ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে। যদিও "বাংলাদেশের ভালো ভারতের থেকে বেশি কোনও দেশ ভাবে না এবং এটা ভারতের ডিএনএ-তে আছে।" বুধবার এমনই মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

Advertisement

পদ্মপাড়ে হিন্দু সংখ্যালঘু নির্যাতন, চিন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ‘নৈকট্য’, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য দিল্লির উপর চাপ। এমন অস্থির আবহে বিমস্টেক সম্মেলনের মাঝে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে গত সপ্তাহে মুখোমুখি বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস। বৈঠক শেষে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সীমান্তে অনুপ্রবেশ ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় কড়া পদক্ষেপ করার প্রস্তাব দেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তেরও বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে হাসিনার প্রত্যর্পণের দাবি জানান ইউনুস।

বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে মোদি-ইউনুস বৈঠক নিয়ে মন্তব্য করতে গিয়ে জয়শংকর জানান, "ঐতিহাসিক দিক থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে। দুই দেশের মানুষের সংযোগের কারণে এই সম্পর্ক গড়ে উঠেছে।" এরপরেই জয়শংকর মন্তব্য করেন, "অন্য কোনও দেশ আমাদের থেকে বেশি বাংলাদেশের ভালো চাইতে পারে না। এটা আমাদের ডিএনএ-তে রয়েছে। একজন শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসেবে আমরা বিশ্বাস করি, ওরা (বাংলাদেশ) সঠিক পথে হাঁটবে এবং সঠিক কাজ করবে।" বাংলাদেশ গণতন্ত্রে ফিরবে, নির্বাচন হবে বলেও আশাবাদী জয়শংকর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পদ্মপাড়ে হিন্দু সংখ্যালঘু নির্যাতন, চিন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ‘নৈকট্য’, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য দিল্লির উপর চাপ।
  • বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে মোদি-ইউনুস বৈঠক নিয়ে মন্তব্য করতে গিয়ে জয়শংকর জানান, "ঐতিহাসিক দিক থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে।"
Advertisement