shono
Advertisement
Fort William

পালটে গেল ফোর্ট উইলিয়ামের নাম, ঔপনিবেশিক ছাপ মুছে দেশীয় ঐতিহ্যে জোর

১৬৯৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল ফোর্ট উইলিয়াম।
Published By: Tiyasha SarkarPosted: 06:53 PM Feb 05, 2025Updated: 08:45 PM Feb 05, 2025

অর্ণব আইচ: ঔপনিবেশিক ছাপ মুছে বদলে গেল ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামের নাম। কেন্দ্রের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও ইতিমধ্যেই নাম বদলে করা হয়েছে 'বিজয় দুর্গ'। ইতিমধ্যেই প্রশাসনিক কাজকর্মে এই নাম ব্যবহার শুরু হয়েছে। দেশীয় ঐতিহ্যে জোর দিতেই কি এই নামবদল?

Advertisement

১৬৯৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল ফোর্ট উইলিয়াম। পরবর্তীতে হামলার জেরে ঐতিহাসিক এই দুর্গটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। লর্ড ক্লাইভ ১৭৮১ সালে দুর্গ পুনর্নিমাণ করেন। ফোর্ট উইলিয়াম বর্তমানে ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দপ্তত। প্রায় ২৫০ বছরের পুরনো এই ফোর্ট উইলিয়ামের নাম বদল হয়েছে গতবছরের একেবারে শেষদিকে। কলকাতা প্রতিরক্ষা মন্ত্রকের প্রধান জনসংযোগ আধিকারিক, উইং কমান্ডার হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, আগের বছরই ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তনের নির্দেশ এসেছিল। সেই মতোই নাম বদল করাও হয়েছে। প্রশাসনিক ক্ষেত্রে নতুন নামই ব্যবহার করা হচ্ছে।

উল্লেখ্য, হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, ফোর্ট উইলিয়ামের ভিতরের দুটি গুরুত্বপূর্ণ অংশেরও নাম বদল করা হয়েছে। আগে সাউথ গেটের নাম ছিল সেন্ট জর্জ গেট। সেটা বদলে করা হয়েছে শিবাজি গেট। কিচেনার হাউসেরও নাম বদল করা হয়েছে। নতুন নাম 'মানেকশ হাউস'। জানা গিয়েছে, মূলত ঔপনিবেশিক ছাপ মুছতেই এই নামবদলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঔপনিবেশিক ছাপ মুছে বদলে গেল ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামের নাম।
  • কেন্দ্রের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও ইতিমধ্যেই নাম বদলে করা হয়েছে 'বিজয় দুর্গ'।
  • ইতিমধ্যেই প্রশাসনিক কাজকর্মে এই নাম ব্যবহার শুরু হয়েছে। দেশীয় ঐতিহ্যে জোর দিতেই কি এই নামবদল?
Advertisement