shono
Advertisement

Breaking News

Yatri Saathi app

আগস্টের মধ্যেই সরকারি-বেসরকারি ৬৫ রুট যাত্রীসাথী অ্যাপের আওতায়! হদিশ মিলবে সাধারণ বাসেরও

ময়দান টেন্টে এ বিষয়ে পরিবহণসচিব সৌমিত্র মোহনের উপস্থিতিতে একটি বৈঠক হয়।
Published By: Subhankar PatraPosted: 12:35 PM Jul 18, 2025Updated: 12:35 PM Jul 18, 2025

স্টাফ রিপোর্টার: যাত্রীসাথী অ্যাপের আওতায় ইতিমধ্যেই আনা হয়েছে সরকারি এসি বাসকে। ওই অ্যাপে ক্লিক করেই যাত্রীরা জানতে পারেন নির্দিষ্ট বাসের অবস্থান। আর মাসখানেকের মধ্যে প্রায় হাজারের বেশি সরকারি-বেসরকারি বাসকে এই অ্যাপের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার ময়দান টেন্টে এ বিষয়ে পরিবহণসচিব সৌমিত্র মোহনের উপস্থিতিতে একটি বৈঠক হয়। ছিলেন বেসরকারি বাস সংগঠনের প্রতিনিধিরাও। সেখানেই ঠিক হয়েছে, আগস্ট মাসের মধ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে ৬৫টা রুটকে এই অ্যাপের আওতায় আনা হবে। তার মধ্যে ৪০টা সরকারি আর ২৫টা বেসরকারি বাস রুটকে এই ট্র্যাকিং সিস্টেমের আওতায় আনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। যার ফলে এসি বাসের পাশাপাশি এবং সাধারণ বাসও যাত্রীরা স্টপেজে দাঁড়িয়ে তার অবস্থান জানতে পারবেন। তবে যাত্রীদের বক্তব্য, অ্যাপ আনার পাশাপাশি সরকারের আগে বাসের সংখ্যা বাড়ানো উচিত। না হলে এমন অ্যাপ থেকে লাভ হবে না।

প্রত্যেকেই এই অ্যাপের প্রয়োজনীয়তা মেনে নিচ্ছেন। কারণ, এই অ্যাপ এলে মানুষ আগে থেকেই বুঝে যাবেন কতক্ষণে বাস আসবে। পাশাপাশি প্রত্যেক বাস স্টপেজে ডিজিটাল বোর্ড বসানো নিয়েও এদিন আলোচনা হয়। যেখানে কোন বাস কখন আসবে, সেই সময় দেখানো হবে। কলকাতার পাশাপাশি হাওড়া এবং বিধাননগর পুর কমিশনাররাও এদিনের বৈঠকে এদিন উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই এই ডিজিটাল বোর্ডের টেন্ডার ডাকা হয়ে গিয়েছে।

বৈঠক শেষে বেরিয়ে ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, "আমরা সরকারের সঙ্গে সবরকম সহযোগিতা করব। আমাদের সংগঠনের ৮টি রুটের বাস আগস্ট মাসের মধ্যে এই অ্যাপের আওতায় আনার চেষ্টা করছি।” সিটি সাবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, "সরকার যেমন বলছে, আমরা চেষ্টা করছি সবরকম সহযোগিতা করার। আমাদের সংগঠনের বেশ কিছু রুটকে দ্রুত অ্যাপের আওতায় আনা হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যাত্রীসাথী অ্যাপের আওতায় ইতিমধ্যেই আনা হয়েছে সরকারি এসি বাসকে।
  • ওই অ্যাপে ক্লিক করেই যাত্রীরা জানতে পারেন নির্দিষ্ট বাসের অবস্থান।
  • আর মাসখানেকের মধ্যে প্রায় হাজারের বেশি সরকারি-বেসরকারি বাসকে এই অ্যাপের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
Advertisement