সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা আজ মিছিল নগরী! একদিকে পথে নেমেছেন চাকরিহারারা, অন্যদিকে নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় সমাবেশ করছে এক ধর্মীয় সংগঠন। আর এর জেরেই কার্যত অবরুদ্ধ গোটা কলকাতা। রাস্তায়-রাস্তায় ব্যাপক যানজট। রাস্তার দু'পাশে সার দিয়ে দাঁড়িয়ে গাড়ি। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মধ্য কলকাতায়।

শিয়ালদহে চাকরিহারাদের জমায়েত। নিজস্ব চিত্র
সপ্তাহখানেক আগে সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। দিনদুয়েক আগে নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রীর সামনে মঞ্চে দাঁড়িয়ে নিজেদের দুর্দশার কথা জানিয়েছিলেন চাকরিহারারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছেন আশ্বাস। তবে রাজ্যের প্রশাসনিক প্রধানের আশ্বাস সত্ত্বেও আন্দোলনের পথ থেকে সরছেন না চাকরিহারাদের একাংশ। যার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। সকাল ১১টা থেকে শিয়ালদহে জমায়েত করেছেন এসএসসির চাকরিহারারা। কসবাকাণ্ডের প্রতিবাদে তাঁদের মিছিল যাবে এস এস ব্যানার্জি রোড হয়ে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত। যার জেরে স্বাভাবিকভাবেই শিয়ালদহ থেকে ধর্মতলাগামী রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে। হাওড়া ব্রিজ থেকেও আসছে মিছিল। ফলে সেখানেও গাড়ির গতি শ্লথ।
রামলীলা ময়দানে সমাবেশ রয়েছে জমায়েত-এ-উলেমা-এ হিন্দ। ছবি: সুমন দাস
এদিকে মৌলালির কাছে রামলীলা ময়দানে সমাবেশ রয়েছে জমায়েত-এ-উলেমা-এ হিন্দ। নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় কাতারে কাতারে সংখ্যালঘু মানুষজন এসেছে শহরে। কলকাতায় ঢুকেছে বহু বাস, গাড়ি। ধর্মতলা চত্বর থেকে তারা মিছিল করে পৌঁছবে রামলীলা ময়দানে। যার প্রভাবে কার্যত স্তব্ধ একাধিক রাস্তা। একদিকে যেমন যানজট তৈরি হয়েছে পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, এজেসি বোস রোড ফ্লাইওভারে। মল্লিকবাজারমুখী সমস্ত রাস্তা এবং মা ফ্লাইওভারে ধীরে ধীরে চলছে গাড়ি। কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে সিআইটি রোড।