সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইকো পার্ক, মাদার ওয়াক্স মিউজিয়াম, বিশ্ববাংলা গেটের পর নিউটাউনের মুকুটে নতুন পালক! এবার সেখানে তৈরি হবে বিশ্ব অঙ্গন। যেখানে বিশ্বমানের কনসার্ট আয়োজন করা যাবে। বুধবার এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউটাউনে তৈরি হচ্ছে নতুন আইটি, বিনোদন, সাংস্কৃতিক পার্ক। নাম দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড এন্টারটেনমেন্ট কালচারাল পার্ক, সংক্ষেপে IITEC। বাংলায় বিশ্ব অঙ্গন। হিডকোর সঙ্গে গাঁটছড়া বেঁধে পিপিপি মডেলে ২৫ একর জমিতে এই পার্ক তৈরি করবে রাজ্য। জমি বাছাই করা হয়ে গিয়েছে। আজ মন্ত্রিসভা এই প্রকল্পের প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। এরপর টেন্ডার করে কাজ শুরু হবে। এই জমিতে তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে বিনোদন দুনিয়ার সকলে বিশ্বমানের অনুষ্ঠানের আয়োজন করতে পারবে। আয়োজন করা যাবে বিশ্বমানের কনসার্টের।
এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য সৌন্দর্যায়নের খতিয়ান দেন মুখ্যমন্ত্রী। কীভাবে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, গঙ্গারঘাট থেকে গঙ্গাসাগর সাজিয়ে তোলা হয়েছে তা তিনি তুলে ধরেন। তারপরই মুখ্যমন্ত্রী বলেন, "বিশ্ব অঙ্গন ভবিষ্যতে গর্বের বিষয় হবে রাজ্যের। হিডকোর সঙ্গে পিপিপি মডেলে নিউটাউনে ২৫ একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি, এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করতে চলেছি। কারণ, মনে রাখবেন, যারা ওয়ার্ল্ড ট্যুরে আসেন, তথ্যপ্রযুক্তি, বিনোদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করেন তাঁদের সুবিধা হবে। মনে রাখবেন, কনসার্ট ইকোনমি এখন নতুন ভাবনা। সমস্ত এক্সজিবিশন, এন্টারটেনমেন্টের জন্য বিরাট ব্যবস্থা করা হবে। ২৫ একর জায়গা মানে বিরাট বড় এলাকা।" তাঁর কথায়, এই পার্কে তথ্য প্রযুক্তি থেকে বিনোদন কিংবা সৃজনশীল অনুষ্ঠানের আয়োজন করা যাবে। এমনকী, বিশ্বমানের কনসার্টও করা যাবে এখানে।
এ প্রসঙ্গে বলে রাখা দরকার, ব্রায়ান অ্যাডামস, দিলজিৎ দোসাঞ্ঝ, হানি সিং, সোনু নিগমের মতো তারকারা কলকাতায় বিশ্বমানের কনসার্ট করেছে। এই অনুষ্ঠানগুলিকে কেন্দ্র করে অর্থনীতির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মুখ্যমন্ত্রীর ভাবনাতেও সেই বিষয়টি উঠে এসেছে। তা বাস্তবায়নের জন্য কলকাতা সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে IITEC বা বিশ্ব অঙ্গন।
