shono
Advertisement
J P Nadda

শাহর পর এবার বঙ্গ সফরে নাড্ডা, শমীকের আমন্ত্রণে যোগ দেবেন দলীয় বৈঠকে?

ছাব্বিশে বঙ্গ দখলের লক্ষ্যে সংগঠনকে চাঙ্গা করতে 'ভোকাল টনিক' দিতে পারেন নাড্ডা।
Published By: Sucheta SenguptaPosted: 04:06 PM Jan 01, 2026Updated: 04:11 PM Jan 01, 2026

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ছাব্বিশের নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে এবার বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। অমিত শাহর পর এবার তিনি রাজ্যে এসে দলের সঙ্গে বৈঠক করতে চলেছেন বলে সূত্রের খবর। আগামী ৮ জানুয়ারি কলকাতায় স্বাস্থ্য বিষয়ক একটি কর্মসূচিতে যোগ দিতে আসছেন নাড্ডা। সেসময় তাঁকে দলীয় বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। সব ঠিক থাকলে ওইদিন দলের নেতা-কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা করতে পারেন নাড্ডা।

Advertisement

জগৎপ্রকাশ নাড্ডা এই মুহূর্তে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, পাশাপাশি তিনি সর্বভারতীয় সভাপতির দায়িত্বও সামলান। যদিও তাঁর উত্তরসূরি হিসেবে কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বিহারের নীতীন নবীন। সম্ভবত তাঁর হাতেই সর্বভারতীয় সভাপতির ভার তুলে দেওয়া হবে। এ বিষয়ে যদিও বিজেপি শীর্ষ নেতৃত্ব মুখ খোলেনি। রাজ্যে নির্বাচনের সময় দিল্লি থেকে ঘনঘন নেতাদের যাতায়াত, প্রচার - এসব হয়ই। তৃণমূল নেতৃত্ব 'ডেলি প্যাসেঞ্জারি' বলে কটাক্ষও করে থাকে। তবে ছাব্বিশের নির্বাচনকে 'পাখির চোখ' করেছে বঙ্গ বিজেপি। পঁচিশের শেষে সদ্য বঙ্গ সফরে এসে অমিত শাহ ঘোষণা করেছেন, ''ছাব্বিশে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে বাংলায় সরকার গঠন করবে বিজেপি।'' আর তাই তাঁর সফরের পরপর নতুন বছরই রাজ্যে আসছেন জে পি নাড্ডা।

৮ জানুয়ারি কলকাতায় চিকিৎসকদের এক কর্মসূচিতে যোগ দিতে আসছেন জে পি নাড্ডা। সেসময় তাঁকে দলের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। যদিও নাড্ডার তরফে এখনও এই বৈঠক নিয়ে কিছু বলা হয়নি। তবে দলীয় সূত্রে খবর, দলের কর্মী ও পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি। ছাব্বিশে বঙ্গ দখল না হোক, একুশের তুলনায় আসন সংখ্যা বৃদ্ধি করার টার্গেট নিয়ে দলের তৃণমূল স্তরের সংগঠনকে জোরদার করতে 'ভোকাল টনিক' দিতে পারেন নাড্ডা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অমিত শাহর পর নতুন বছরের প্রথমেই রাজ্যে আসছেন জে পি নাড্ডা।
  • তাঁকে দলীয় বৈঠকে আমন্ত্রণ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের।
  • ছাব্বিশে বঙ্গ দখলের লক্ষ্যে সংগঠনকে চাঙ্গা করতে 'ভোকাল টনিক' দিতে পারেন নাড্ডা।
Advertisement