shono
Advertisement
Srijan Bhattacharya

যাদবপুর থানায় সৃজনকে তলব, সন্ধেয় হাজিরা SFI নেতার

বিশ্ববিদ্যালয়ে অশান্তি সংক্রান্ত ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে থানায় যেতে বলা হয়েছে সৃজনকে।
Published By: Sayani SenPosted: 09:42 AM Mar 08, 2025Updated: 10:23 AM Mar 08, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জের। এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব। শনিবার সন্ধে ৬টায় থানায় হাজিরা দেওয়ার কথা তাঁর। বিশ্ববিদ্যালয়ে অশান্তি সংক্রান্ত ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে থানায় যেতে বলা হয়েছে সৃজনকে।

Advertisement

এসএফআই নেতা বলেন, "আমাকে গত পরশু যাদবপুর থানা থেকে চিঠি পাঠানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে আমার কাছে যা ছবি ও ভিডিও ফুটেজ আছে সেসব নিয়ে তদন্তের স্বার্থে আসতে বলা হয়েছে। আমি আজ সন্ধে ৬টায় যাদবপুর থানায় যাব।"

উল্লেখ্য, গত ১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ছিল। অভিযোগ, ওইদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তি তৈরির চেষ্টা শুরু করে বাম ছাত্ররা। ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক দাবিতে সুর চড়াতে থাকে তারা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছনোর আগে ব্যানার, ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে একদল বাম ছাত্র। চলে স্লোগানিং। পালটা তাতে বাধা দেয় টিএমসিপি। দু’পক্ষের হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়। তারই মাঝে শুরু হয় ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা। আচমকা সভাস্থলে পৌঁছে যায় বিক্ষোভকারীরা। তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসেও ব্যাপক ভাঙচুর শুরু হয়। আগুনও লাগিয়ে দেওয়া হয়। এরপর ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়াও খুলে দেওয়া হয়। ধাক্কাধাক্কিতে চোট পান খোদ শিক্ষামন্ত্রী। এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসাও হয় তাঁর। বর্তমানে সুস্থ শিক্ষামন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জের। এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব।
  • শনিবার সন্ধে ৬টায় থানায় হাজিরা দেওয়ার কথা তাঁর।
  • বিশ্ববিদ্যালয়ে অশান্তি সংক্রান্ত ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে থানায় যেতে বলা হয়েছে সৃজনকে।
Advertisement