shono
Advertisement

Breaking News

Jadavpur University

যাদবপুর কাণ্ডে ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্র-সহ ৩জনের বিরুদ্ধে এফআইআর

সূত্রের খবর, খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে। 
Published By: Tiyasha SarkarPosted: 04:28 PM Mar 06, 2025Updated: 04:45 PM Mar 06, 2025

অর্ণব আইচ: পাঁচদিনের মাথায় যাদবপুর কাণ্ডে দায়ের হল এফআইআর। তাতে নাম রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র ও শিক্ষামন্ত্রীর গাড়িচালকের। সূত্রের খবর, খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে। 

Advertisement

গত ১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ছিল। অভিযোগ, ওইদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তি তৈরির চেষ্টা শুরু করে বাম ছাত্ররা। বেলার দিকে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসেও ব্যাপক ভাঙচুর শুরু হয়। আগুনও লাগিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে পৌঁছলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়াও খুলে দেওয়া হয় বলে অভিযোগ। ধাক্কাধাক্কিতে চোট পান খোদ শিক্ষামন্ত্রী। জখম হন যাদবপুরের দুই ছাত্র। অভিযোগ ওঠে, শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় আহত হয়েছেন ইন্দ্রানুজ নামে এক ছাত্র। পরবর্তীতে ওই ছাত্র যাদবপুর থানার দ্বারস্থ হলেও পুলিশ অভিযোগ নেয়নি বলেও অভিযোগ ওঠে। এরপরই বুধবার পুলিশকে ভর্ৎসনা করে কলকাতা হাই কোর্ট। ইন্দ্রানুজ রায়ের বিরুদ্ধে কেন এফআইআর দায়ের করা হল না, সেই প্রশ্নও তোলেন বিচারপতি।

বুধবারই বিচারপতি বলেছিলেন, "যাদবপুরের ঘটনায় পুলিশ একপেশে তদন্ত করেছে। অথচ রাজ্যের উচিত ছিল অভিভাবকের মতো আচরণ করা।" হাই কোর্টের ভর্ৎসনার পরই যাদবপুর কাণ্ডে দায়ের হল এফআইআর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঁচদিনের মাথায় যাদবপুর কাণ্ডে দায়ের হল এফআইআর।
  • তাতে নাম রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু,  অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র ও শিক্ষামন্ত্রীর গাড়িচালকের।
  • সূত্রের খবর, খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে। 
Advertisement