shono
Advertisement

৩ মাস পার, অভয়া কাণ্ডে পূর্ণাঙ্গ চার্জশিট কই? এবার কনভেনশনের ডাক জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের

অভয়ার বিচারের ট্রায়াল শুরুর দাবির পাশাপাশি একগুচ্ছ প্রস্তাবও পেশ করেছে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন।
Published By: Paramita PaulPosted: 09:12 AM Oct 31, 2024Updated: 09:13 AM Oct 31, 2024

স্টাফ রিপোর্টার: অভয়ার বিচারের ট্রায়াল দ্রুত শুরু করার পাশাপাশি সরকারি চিকিৎসাক্ষেত্রে রোগী পরিষেবার মান আরও উন্নত করার দাবিতে আগামী ৯ নভেম্বর নাগরিক-কনভেনশনের ডাক দিল জুনিয়র ডাক্তার অ‌্যাসোসিয়েশন। অভয়ার মৃত্যুর তিন মাস পূর্তি উপলক্ষে এই নাগরিক কনভেনশন বলে জানিয়েছেন অ‌্যাসোসিয়েশনের সদস‌্যরা।

Advertisement

উল্লেখ‌্য, গত ৯ আগস্ট আর জি কর মেডিক‌্যাল কলেজে কর্তব‌্যরত অবস্থায় ধর্ষণের পর অভয়াকে খুন করা হয়েছে বলে সিবিআই চার্জশিটে জানিয়েছে। কিন্তু ৫৮ দিনের মাথায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চার্জশিট দিলেও বুধবার পর্যন্ত সেই মামলার ট্রায়াল শুরু হয়নি। বস্তুত এই কারণে এদিন শিয়ালদহের প্রাচী সিনেমার সামনে থেকে শতাধিক জুনিয়র ডাক্তার অভয়ার ন‌্যায়বিচারের ট্রায়াল দ্রুত শুরু করার দাবির পাশাপাশি আরও একগুচ্ছ প্রস্তাব সামনে রেখে রাজপথে মিছিল করে। মিছিল শেষে শিয়ালদহ কোর্টের পাশে অবস্থান-বিক্ষোভ করে রোগী পরিষেবার পাশাপাশি সমস্ত জুনিয়র ডাক্তারদের দলমত নির্বিশেষে সমান অধিকারের দাবিতেও সরব হন অ‌্যাসোসিয়েশনের সদস‌্যরা।

একইসঙ্গে অনিকেত-কিঞ্জলদের সংগঠন জুনিয়র ডাক্তার ফ্রন্টের অভয়ার নামে সংগৃহীত তহবিলের তদন্ত-অডিট যেমন চেয়েছেন, তেমনই ফ্রন্টেরই ‘বি টিম’ তৃণমূলপন্থী প্রোগ্রেসিভ ডাক্তার অ‌্যাসোসিয়েশনের ২৪ ঘণ্টা আগে করা একাধিক অভিযোগের পালটা জবাব দিয়েছেন অ‌্যাসোসিয়েশনের সদস‌্যরা। বিশেষ করে প্রোগ্রেসিভ ডাক্তার সংগঠনের অন‌্যতম সাধারণ সম্পাদক রৌণক হাজারির বিরুদ্ধে শ্লীলতাহানি এবং সমকামিতার অভিযোগ থাকায় তাঁকে ব্ল‌্যাকমেলিং করেই ফ্রন্টের তরফে ‘বি টিম’-কে মাঠে নামিয়ে অ‌্যাসোসিয়েশনের বিরুদ্ধে মুখ খোলানো হয়েছে বলে অভিযোগ শ্রীশ চক্রবর্তীদের। অ‌্যাসোসিয়েশনের আহ্বায়ক শ্রীশের অভিযোগ, "রৌণক হাজারি শ্লীলতাহানি মামলায় যুক্ত তার আদালতের নথি সবার সামনে রয়েছে। এছাড়াও রামপুরহাট মেডিক‌্যাল কলেজের শেখ শাহবাজ, ডায়মন্ড হারবারের সাগ্নিক মিদ‌্যা এবং বর্ধমান মেডিক‌্যাল কলেজের রিজানুর জামানও থ্রেট কালচার থেকে শুরু করে শ্লীলতাহানি কাণ্ডে যুক্ত। অথচ এঁদের কাউকে কেন নটোরিয়াস ক্রিমিন‌াল বলছেন না অনিকেত-দেবাশিসরা? আসলে এঁরাই জুনিয়র ডাক্তার ফ্রন্টের শক্তি এবং সম্পদ।" অ‌্যাসোসিয়েশনের তরফে প্রশ্ন তোলা হয়েছে, ঘটনার পর প্রায় ৮০ দিন পেরিয়ে গেলেও কেন সিবিআই মামলার পূর্ণাঙ্গ চার্জশিট দিচ্ছে না বলে সরব হয়নি ফ্রন্ট?

এদিন দ্রুত অভয়ার বিচারের ট্রায়াল শুরুর দাবির পাশাপাশি একগুচ্ছ প্রস্তাবও পেশ করেছে জুনিয়র ডাক্তার অ‌্যাসোসিয়েশন। উত্তর কলকাতায় আর জি করের কাছাকাছি কোনও প্রেক্ষাগৃহে আগামী ৯ নভেম্বর অভয়ার মৃত্যুর তিন মাস পূর্তি উপলক্ষে নাগরিক-কনভেনশনের ঘোষণা করেন শ্রীশ চক্রবর্তীরা। ওইদিন কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গ, মেদিনীপুর, বর্ধমান-সহ রাজে‌্যর সমস্ত মেডিক‌্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা যেমন এই কনভেনশনে যোগ দেবেন, তেমনই রাজ্যের বহু স্বনামধন‌্য সিনিয়র চিকিৎসকও অংশ নেবেন। থাকবেন সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বহু বিশিষ্ট ব‌্যক্তিত্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement