সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাই থেকে উপার্জন করে আনা টাকায় কেনা জায়গা হাতছাড়া হওয়াতেই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ছক! মাস্টারমাইন্ড আফরোজ খানকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এই রাগে আগেও সুশান্তবাবুকে খুনের চেষ্টা করেছিল আফরোজ। কিন্তু সেবারও টার্গেট পূরণ হয়নি। কিন্তু ঠিক সমস্যা তৈরি হয়েছিল জায়গা নিয়ে?
পুলিশ সূত্রে খবর, অর্থ উপার্জনের জন্য কয়েকবছর আগে দুবাই চলে যায় আফরোজ খান। উদ্দেশ্য ছিল টাকা জমিয়ে আনন্দপুরের গুলশন কলোনিতে একটা জায়গা কেনা। টাকা জমিয়ে ওই এলাকায় ২০০০ বর্গফুটের একটা জায়গা কিনেছিল বলেই দাবি আফরোজের। কিন্তু পরবর্তিতে ঘটনাচক্রে মালিকানা নিয়ে সমস্যা দেখা দেয়। জায়গাটা হাতছাড়া হয়ে যায় আফরোজের। সেই সময় সমস্যা সমাধানের আশায় সে সুশান্ত ঘোষের দ্বারস্থ হয়। কিন্তু তাতে লাভ হয়নি। এই রাগে ফুঁসতে থাকে ধৃত। ছক কষে সুশান্তকে খুনের। অক্টোবরের পর গত শুক্রবার ফের হামলা করে সে। কিন্তু এবারও লক্ষ্যভেদ হল না।
প্রসঙ্গত, শুক্রবার রাতে কসবার (Kasba) কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে আততায়ীরা। তবে বন্দুক জ্য়াম হয়ে যাওয়ায় বরাতজোড়ে প্রাণে বাঁচেন তিনি। এদিকে কাউন্সিলরের শাগরেদরা ধরে ফেলেন এক অভিযুক্তকে। তাকে জেরা করেই আরও একজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে মূলচক্রী আফরোজও গ্রেপ্তার হয়।