অর্ণব আইচ: ফের খাস কলকাতায় আক্রান্ত পুলিশ। রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে মার খেলেন ট্রাফিকের অ্যাডিশনাল ওসি। শনিবার রাতে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করা হয়। পুলিশের তরফে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিজেন্ট পার্ক এলাকায় পেইংগেস্টের সঙ্গে গলফগ্রিন এলাকার স্থানীয় বাসিন্দাদের গোলমাল বাঁধে। দুই গোষ্ঠীর আহত হন দুজন। গোলমালের খবর খেয়ে দেখতে যান ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি। হঠাৎ পুলিশ কেন এল, এই প্রশ্ন তুলে পুলিশের উপর চড়াও হয় তারা। মারধর করা হয়। আহত পুলিশ আধিকারিককে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। পুলিশ কর্মীকে কাজে বাধা ও মারধরের অভিযোগে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছর জানুয়ারি মাসে শব্দতাণ্ডব থামাতে গিয়ে আক্রান্ত হয়েছিল পুলিশ। জুটেছিল মারও। এমনকী, বাসন ছুড়েও মারা হয় বলে অভিযোগ। এন্টালির ৫ তলা বিল্ডিংয়ের ওপরের তলায় পার্টি চলছিল। সঙ্গে ছিল ডিজে বক্স। নিয়ম বলছে, রাত ১০টার পর লোকালয়ে তারস্বরে ডিজে বক্স বাজানো চলে না। সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাত ১টা পর্যন্ত বক্স বাজছিল। আশপাশের বাসিন্দারা বারবার বলেও কোনও সুরাহা করতে পারেননি। এর পরই ১০০-তে ফোন করে লালবাজারে অভিযোগ করেন তাঁরা। পুলিশ যেতেই মারধর করা হয়েছিল। এবারও অশান্তি থামাতে গিয়ে জুটল মার।