shono
Advertisement
Firhad Hakim

মেঘভাঙা বৃষ্টিতে জলবন্দি কলকাতা! পুরসভায় বসে নজরদারি ফিরহাদের, আমজনতাকে কী বার্তা?

কতক্ষণে স্বাভাবিক ছন্দে ফিরবে কলকাতা? জানালেন মেয়র।
Published By: Tiyasha SarkarPosted: 09:58 AM Sep 23, 2025Updated: 10:45 AM Sep 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতভর মেঘভাঙা বৃষ্টিতে জলবন্দি শহর ও শহরতলি। প্রবল সমস্যায় আমজনতা। সমস্যা সমাধানে তৎপর কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার ভোর থেকে পুরসভায় বসে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি। জানিয়েছেন, কলকাতার রাস্তার জল নামানোর কাজ ইতিমধ্যেই শুধু হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে রাত ১০ টা বাজবে। দুর্ঘটনা এড়াতে আমজনতাকে  সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement

পুজোর আনন্দ কিছুটা হলেও বৃষ্টি যে মাটি করতে পারে, সেই আশঙ্কা ছিলই। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করেই প্রতিপদ অর্থাৎ সোমবার রাতে কলকাতায় মেঘভাঙা বৃষ্টি হয়। সূত্রের খবর, ৫ ঘণ্টায় গড়ে কলকাতায় ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা রেকর্ড। ফলে জলমগ্ন প্রায় গোটা কলকাতা। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র জলবন্দি মানুষ। কলকাতার বহু বাড়িতে হু হু করে ঢুকেছে জল।  বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। জলের নিচে একের পর এক গাড়ি। শিয়ালদহে রেলওয়ে ট্র্যাকও জলের নিচে। সেই কারণে শিয়ালদহ থেকে আপাতত পুরোপুরি বন্ধ ট্রেন পরিষেবা। উত্তর শাখায় দমদম থেকে চলাচল করলেও সকাল থেকেই বাতিল বহু ট্রেন। যা চলছে তা-ও অত্যন্ত ধীর গতিতে। মেট্রো পরিষেবাও ব্যাহত। পরিস্থিতি মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা। 

মঙ্গলবার ভোর থেকেই কলকাতা পুরসভায় বসে পরিস্থিতির উপর নজর রাখছেন মেয়র ফিরহাদ হাকিম। রয়েছেন মেয়র পারিষদ (নিকাশি)-সহ অন্যান্যরা। ফিরহাদ হাকিম জানান, ইতিমধ্য়েই জল নিকাশির কাজ শুরু করা হয়েছে। মেয়রের কথায়, "এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে তো জানা ছিল না। তবে পুরসভা কাজ করছে। যা পরিস্থিতি তাতে ১০ ঘণ্টা মতো সময় লাগবে।" তবে যদি ফের বৃষ্টি হয় সেক্ষেত্রে পরিস্থিতি ভয়ংকর হওয়ার আশঙ্কা রয়েছে।   এদিকে হাওয়া অফিস বলছে, বৃষ্টি চলবে। তাই কতক্ষণ কলকাতা স্বাভাবিক ছন্দে ফিরবে, তা ভাবাচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাতভর মেঘভাঙা বৃষ্টিতে জলবন্দি শহর ও শহরতলি। প্রবল সমস্যায় আমজনতা। সমস্যা সমাধানে তৎপর কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
  • মঙ্গলবার ভোর থেকে পুরসভায় বসে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি।
  • জানিয়েছেন, কলকাতার রাস্তার জল নামানোর কাজ ইতিমধ্যেই শুধু হয়েছে।
Advertisement