shono
Advertisement

সিগন্যালিংয়ের সমস্যায় ব্যাহত মেট্রো পরিষেবা, অফিস টাইমে ভোগান্তির শিকার যাত্রীরা

এর আগে গত শনিবারও মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা।
Posted: 12:14 PM Sep 15, 2023Updated: 12:34 PM Sep 15, 2023

নব্যেন্দু হাজরা: কলকাতা মেট্রোয় ফের সিগন্যালিংয়ের সমস্যা। তার জেরে আংশিক ব্যাহত পরিষেবা। অফিস টাইমে ভোগান্তির শিকার যাত্রীরা।

Advertisement

মেট্রো রেল সূত্রে খবর, শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেডে সিগন্যালিংয়ের সমস্যা দেখা যায়। তার ফলে গিরিশ পার্ক থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত স্বাভাবিক ছিল পরিষেবা। তার ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।

[আরও পড়ুন: সবচেয়ে বেশি ভিউয়ের নজির চন্দ্রযান ৩-এর লাইভ স্ট্রিমের, ইসরোকে শুভেচ্ছা YouTube কর্তার]

প্রায় আধঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হয়। ১২টা ০৬ মিনিট নাগাদ ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো চলাচল শুরু হয়। তার ঠিক ৪ মিনিট পর ১২টা ১০ মিনিট নাগাদ গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়। উল্লেখ্য, গত শনিবার সকালেও সিগন্যালিংয়ের সমস্যায় মেট্রো পরিষেবা ব্যাহত হয়। প্রায় ঘণ্টাতিনেক পর স্বাভাবিক হয় পরিস্থিতি।

[আরও পড়ুন: লিপস অ্যান্ড বাউন্ডস মামলা: অভিষেক-সহ সব ডিরেক্টরের সম্পত্তির হিসেব তলব হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement