নব্যেন্দু হাজরা: ফের ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট। ব্লু লাইনের মেট্রো চলাচলে বড় ধাক্কা। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। যান্ত্রিক ত্রুটির জেরে লাইনে দাঁড়িয়ে পড়ল মেট্রো। ব্যাহত হল ময়দান থেকে ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল।
ফের মেট্রো বিভ্রাট। এবার সুরঙ্গে আটকে পড়ল মেট্রোর রেক। তীব্র আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে। বুধবার সন্ধ্যায় মেট্রোর একটি ডাউন লাইনের ট্রেন মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন ছেড়ে নেতাজি স্টেশনের দিকে যাওয়ার সময় চলন্ত অবস্থায় হঠাৎ নিজে থেকেই পার্কিং ব্রেক সক্রিয় হয়ে যাওয়ায় সুরঙ্গের মাঝেই এর একটি আটকে যায়। এটি মেট্রো রেকের একটি সুরক্ষা ব্যবস্থা। কিন্তু আচমকা মেট্রো টানেলে আটকে যাওয়ায় আতঙ্ক তৈরি হয় যাত্রীদের মধ্যে। রেকের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় উত্তম কুমার থেকে কবি শহীদ ক্ষুদিরাম মেট্রো চলাচল। বেশ কিছুক্ষন পর ঘটনাস্থলে রওনা দেন ইঞ্জিনিয়াররা।
ঘটনাটি মহানায়ক উত্তম কুমার ও নেতাজি মেট্রো স্টেশনের মধ্যবর্তী অংশে ঘটায়, তৃতীয় লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কর্মীদের ঘটনাস্থলে হেঁটে গিয়ে ত্রুটির কারণ চিহ্নিত করতে হয়। এরপর মেরামতির কাজ সম্পন্ন হওয়ার পর সন্ধ্যা ৮টা ০৫ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। তবে ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ তাদের সুরঙ্গের মাঝেই আটকে থাকতে হয়।
তবে মেট্রোর তরফে জানানো হয়েছে, এই বিভ্রাটের সময়ও ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার এবং আপ লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক ছিল। যদিও যাত্রীদের দাবি স্টেশনেই থমকাতে থমকাতে গিয়েছে ট্রেন।
মেট্রো পরিষেবা বার বার হোঁচট খাচ্ছে ব্লু লাইনে। কিছুদিন আগেই রক্ষণাবেক্ষণের কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হয়। বিনা নোটিসে সিগন্যালিংয়ের কাজের ফলে ব্লু লাইনে ফের ভোগান্তির শিকার হন যাত্রীরা। আপ এবং ডাউনে দক্ষিণেশ্বর থেকে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। সেই সময় বরানগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত স্বাভাবিক ছিল মেট্রো চলাচল। তার ফলে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হন অফিস যাত্রীরা। সেই রেশ কাটতে না কাটতেই ব্লু লাইনে ফের পরিষেবা ব্যাহত হয়। যাত্রীরা জানাচ্ছেন, ভোগান্তির অপর নাম হয়ে গিয়েছে ব্লু লাইন।
