সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ জটের কেন্দ্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফের বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন ২০১৭ সালের রাজ্য গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা। তাঁদের নিয়োগ থমকে আইনি জটিলতায়। সেই জট খোলার আবেদন সরকারের কাছে পৌঁছে দিতে তৃণমূল মুখপাত্রের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। নিয়োগপ্রার্থীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন কুণাল ঘোষ। তার পরই সংবাদমাধ্যমের কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়,”বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত জেদের চোটে রায়ের এমন এমন অংশ বেরোল যাতে এখন প্রত্যেক চাকরিপ্রার্থী বুঝতে পারছেন যে তাঁদের যে জটটা খুলছে না তার জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায় দায়ী।” একইসঙ্গে তাঁর দাবি, সরকার নতুন পদ তৈরি করে নিয়োগের চেষ্টা করেছে। অযোগ্যদের সরিয়ে যোগ্যদের নিয়োগে আইনি জটিলতা রয়েছে। নতুন পদ তৈরি করে আদালতে গিয়েছিল রাজ্য। কুণালের কথায়, “কিন্তু সেই সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় চিৎকার চেঁচামেচি করে সিবিআই দিয়ে দেন। ফলে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়াও জটে আটকে যায়।” তাঁর আরও দাবি, বিচারপতি ব্যক্তিগতভাবে অন্যদের অপমান করতে ব্যস্ত।
[আরও পড়ুন: ‘দুর্নীতি প্রমাণ করতে পারলে মাথা কেটে ফেলব’, অন্তরাল থেকে বার্তা সন্দেশখালির শাহজাহানের]
উল্লেখ্য, প্রতীকী ফাঁসির মঞ্চ গড়ে প্রতিবাদে সরব হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। প্রতিবাদে শামিল হন ২০১৭ সালের রাজ্য গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। এদিন SSC গ্রুপ ডি চাকরিপ্রার্থীরাও দেখা করেন কুণালের সঙ্গে। চাকরিপ্রার্থী আশিস খামরই বলেন, “আশ্বস্ত, কুণাল ঘোষের কাছে আশা নিয়ে এসেছি।” তাঁদের দাবি, ব্যতিক্রমী নিয়োগের জেরেই আটকে রয়েছে গোটা প্রক্রিয়া।