সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা নিয়ে বারবার উদ্বেগপ্রকাশ করেছে রাজ্যের শাসকদল। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করে তাঁকে জেলবন্দির বিরোধিতায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্ময় প্রভুর জামিন নিয়েও হাজার জটিলতা তৈরি হয়েছে ইতিমধ্যে। আগামী ২ জানুয়ারি ফের চট্টগ্রাম আদালতে জামিন মামলার শুনানি। এই আবহে ঠিক শুনানির আগে চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে বৈঠক বসতে চলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সূত্রের খবর এমনই। মঙ্গলবার দুপুরে বারাকপুরে, রবীন্দ্র ঘোষের ছেলের বাড়িতে সাক্ষাৎ হবে বলে জানা যাচ্ছে।
এই মুহূর্তে চট্টগ্রামের জেলে বন্দি ইসকনের সন্ন্যাসী তথা বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু। সেখানে তাঁর শারীরিক পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। জেলে ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ। তা নিয়ে উদ্বিগ্ন কলকাতার ইসকনও। প্রশ্ন উঠছে, ২ জানুয়ারি তাঁর জামিনের শুনানির আগেই এই পরিস্থিতি কেন? কেন তাঁর চিকিৎসা হচ্ছে না?
এসব নিয়ে আলোচনার মাঝে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠকের খবর মিলল। সূত্রের খবর, চিন্ময় কৃষ্ণর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে কথা বলতে বারাকপুরে তাঁর বাড়িতে যাচ্ছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এর আগে শুক্রবার কুণাল ঘোষকে ফোন করেছিলেন রবীন্দ্রবাবু। জানান, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করতে চান। কিন্তু তিনি অসুস্থ, পায়ে ব্যথা। তাই কুণাল ঘোষের অফিসে যেতে পারবেন না। এরপরই সৌজন্য বজায় রাখতে তৃণমূল নেতাই যাচ্ছেন বারাকপুরে, আইনজীবীর ছেলের বাড়িতে। সূত্রের খবর, বাংলাদেশে হিন্দু নির্যাতন, চিন্ময় কৃষ্ণর মামলা নিয়ে আলোচনা হতে পারে দুজনের মধ্যে।