shono
Advertisement

Panchayat Polls 2023: ‘রক্তের হোলি খেলা বন্ধ হোক’, ভোটগণনার দিন সরব মদন, হিংসা নিয়ে ‘আক্ষেপ’ বাবুল সুপ্রিয়রও!

হিংসা নিয়ে নিচুতলার কর্মীদের 'দুষলেন' বাবুল সুপ্রিয়।
Posted: 06:21 PM Jul 11, 2023Updated: 06:21 PM Jul 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে উত্তর থেকে দক্ষিণে তৃণমূলের জয়জয়কার। কিন্তু ভোটগণনার মধ্যেও বারবার ফিরে ফিরে আসছে নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে চরম অশান্তি ও হিংসার কথা। এমনকী হিংসা নিয়ে সরব হয়েছেন শাসক দলের নেতারাও। বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত থেকে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর একযোগে বলে দিয়েছিলেন এ ভাবে জেতার কোনও অর্থ হয় না। এবার ভোট হিংসা নিয়ে মুখ খুললেন মদন মিত্র এবং বাবুল সুপ্রিয়।

Advertisement

মঙ্গলবার পঞ্চায়েত (Panchayat Polls 2023) ভোটগণনার মাঝেই রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ‘‘তৃণমূল এমনিতেই জিতত। এই গন্ডগোলের কোনও দরকার ছিল না!’’ তাঁর কথায়, প্রায় ৭০ হাজার বুথের মধ্যে যে ১০০টি বুথে উত্তেজনা হয়েছে, সংবাদমাধ্যমে ঘুরে ফিরে সেগুলোই উঠে আসছে। কিন্তু সংবাদমাধ্যমকেও দোষ দেওয়া যাবে না। ৭০টি বুথের অশান্তিতে যদি ৪০টি প্রাণ যায়, তাহলে সকলকেই বিড়ম্বনায় পড়তে হয়। নিচুতলার কর্মীদের কাণ্ডকারখানার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনার রাস্তা পেয়ে যাচ্ছে বিরোধীরা। তাঁরা বারবার বলেছিলেন দলীয় কর্মীদের সতর্কও করেছিলেন। নিচুতলার কর্মীদের বুঝতে হবে যে তৃণমূল সরকারের প্রকল্পগুলির সুবিধা পাওয়ায় জনতা এমনিতেই সন্তুষ্ট। তাই পঞ্চায়েতে তৃণমূলের জয় নিয়ে কোনও সংশয়ই ছিল না। এমন পরিস্থিতি তৈরি করার প্রয়োজনই ছিল না।

[আরও পড়ুন: ‘মা-মাটি-মানুষের জয় মৃত্যুহীন হলেই ভাল হত’, দুঃখপ্রকাশ পার্থ চট্টোপাধ্যায়ের]

পরোক্ষভাবে বাবুল যেন এই হিংসার জন্য ঘাসফুল শিবিরের নিচুতলার কর্মীদেরই কাঠগড়ায় তুললেন। তবে রাজ্যজুড়ে এই অশান্তিকেই যে বিরোধীরা হাতিয়ার করবে, সে কথাও বলতে ভোলেননি বাবুল।

এদিকে, কার্যত একই সুর মদন মিত্রর (Madan Mitra) গলায়। কামারহাটির তৃণমূল বিধায়ক বলছেন, “বাংলার নির্বাচনে রক্তের হোলি খেলা বন্ধ হোক। মারব, খুন করব, দখল করব, বাংলার এই সংস্কৃতি খুব দুঃখের। রক্তের হোলির মধ্যে দিয়ে এটাই যেন শেষ নির্বাচন হয়। পশ্চিমবঙ্গের এই খুনের সংস্কৃতি বন্ধ করতে হবে।” উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের দিনই প্রাণ গিয়েছে ১৯ জনের। আহতের সংখ্যা বহু। মুড়ি মুড়কির মতো বোমাবাজি হয়েছে। চলেছে গুলি। যার তীব্র নিন্দা করেছেন অবসরপ্রাপ্ত আইপিএস হুমায়ুন কবীর। শিল্পী শুভাপ্রসন্নও নতুন করে ‘পরিবর্তন’-এর বার্তা দিয়েছেন। এই আবহে বাবুল ও মদনের মন্তব্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: কুস্তিগিরদের যৌন হেনস্তা মামলায় চাপে ব্রিজভূষণ, চার্জশিটে কড়া শাস্তির সুপারিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement