shono
Advertisement
Madhyamik Exam

মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন পেয়েই প্যানিক অ্যাটাক! নিজের গাড়িতে ছাত্রীকে হাসপাতালে পাঠালেন কাউন্সিলর

পরীক্ষার মাঝে বিপদ থেকে উদ্ধার পেয়ে কাউন্সিলরকে ধন্যবাদ জানিয়েছে ওই পরীক্ষার্থী ও তার পরিবার।
Published By: Sucheta SenguptaPosted: 06:13 PM Feb 15, 2025Updated: 07:38 PM Feb 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অঙ্কে ভীতি! মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন পেয়ে পরীক্ষার হলেই দফায় দফায় অসুস্থ হয়ে পড়ে ছাত্রী। তবে তার জন্য তার পরীক্ষায় কোনওরকম বিঘ্ন ঘটেনি। এই খবর পেয়ে ছাত্রীকে দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য স্থানীয় নিজের গাড়ি পাঠিয়ে দিলেন তৃণমূল কাউন্সিলর। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের বিছানায় বসেই পরীক্ষা দিল টালিগঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী। বিপদ থেকে উদ্ধার পেয়ে কাউন্সিলরকে ধন্যবাদ জানিয়েছে ওই পরীক্ষার্থী ও তার পরিবার।

Advertisement

অসুস্থ হয়ে বাঙ্গুর হাসপাতালে মাধ্যমিক পরীক্ষার্থী।

টালিগঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী অর্পিতা কর এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী। তার সিট পড়েছিল যাদবপুর বিদ্যাপীঠে। শনিবার তার অঙ্ক পরীক্ষা ছিল। পরীক্ষার হলে প্রশ্নপত্র পাওয়ার পর অর্পিতা অসুস্থ বোধ করে। সেসময় পরীক্ষাকেন্দ্রে ডাক্তার, নার্সরা ছিলেন। তাঁদের ডাকা হয়। ডাক্তার তরীময় ভৌমিক প্রাথমিকভাবে গ্যাসের ওষুধ দেন অর্পিতাকে। একটু সুস্থ বোধ করে পরীক্ষা দিতে শুরু করে অর্পিতা। কিন্তু ঘণ্টা দুয়েক পর ফের অসুস্থ হয়ে পড়ে সে। তখন আর ঝুঁকি নেননি চিকিৎসকরা। ছাত্রীকে হাসপাতালে পাঠানো দরকার বলে মনে করেন। দ্রুত অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করার আবেদন জানিয়ে খবর পাঠানো হয় স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাসকে।

সেসময় তালতলার কাছে একটি কর্মসূচিতে ব্যস্ত ছিলেন কাউন্সিলর। কিন্তু প্রয়োজন বুঝে অ্যাম্বুল্যান্সের খোঁজে সময় নষ্ট করেননি তিনি। নিজের গাড়ি পাঠিয়ে দেন মৌসুমীদেবী। জানান, তাঁর গাড়িতেই ছাত্রীকে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর নির্দেশমতো ছাত্রীকে তাঁর গাড়িতে নিয়ে যাওয়া হয় এম আর বাঙ্গুর হাসপাতালে। সেখানে চিকিৎসার পর একটু সুস্থ বোধ করে অর্পিতা। হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়। শেষ পর্যন্ত অঙ্ক পরীক্ষা দিতে পারে সে। চিকিৎসকরা জানিয়েছেন, প্যানিক অ্যাটাক হয়েছিল পরীক্ষার্থীর। আপাতত সে সুস্থ আছে। পরীক্ষার মাঝে বিপদের সময় কাউন্সিলরের সাহায্য পেয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছে ছাত্রীর পরিবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যাদবপুরে পরীক্ষার হলে প্রশ্ন পেয়েই অসুস্থ হয়ে পড়ল মাধ্যমিক পরীক্ষার্থী।
  • দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর জন্য নিজের গাড়ি পাঠিয়ে দিলেন তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাস।
  • প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালেই পরীক্ষা দিল টালিগঞ্জ গার্লসের ছাত্রী।
Advertisement