shono
Advertisement
Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের করা মামলায় আইনজীবী বদল, মমতার হয়ে লড়বেন কল্যাণ

এতদিন মামলাটি লড়ছিলেন সঞ্জয় বসু।
Published By: Paramita PaulPosted: 01:13 PM Mar 05, 2025Updated: 02:04 PM Mar 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দায়ের করা মামলায় আইনজীবী বদল। আইনজীবী সঞ্জয় বসুর বদলে মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়বেন বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। বুধবার কলকাতা হাই কোর্টে বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে এমনটাই জানিয়েছে ফক্স অ্যান্ড মণ্ডল সলিসিটার সংস্থা। এদিন কল্যাণ এজলাসে উপস্থিতও ছিলেন। তবে মামলার শুনানি হয়নি।

Advertisement

গত বছর বিধানসভা উপনির্বাচনে জিতে আসা দুই বিধায়ক বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত হোসন সরকারের শপথগ্রহণকে কেন্দ্র করে রাজ্য ও রাজভবনের মধ্যে জটিলতা চরম আকার নিয়েছিল। সেইসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সব চারজনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর তরফে এতদিন সেই মামলা লড়ছিলেন সঞ্জয় বসু। এবার আইনজীবী বদল করলেন মুখ্যমন্ত্রী। এদিন ফক্স অ্যান্ড মণ্ডল সলিসিটার সংস্থার তরফে আইনজীবী বদল করার কথা জানানো হয়েছে। সঙ্গে বলা হয়েছে, এই সলিসিটার ফার্মকে না জানিয়ে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল মামলায় হাই কোর্ট যেন কোনও পদক্ষেপ না করে। এদিন মামলার শুনানি হয়নি। পরবর্তী শুনানির দিনক্ষণ পরে জানানো হবে।

কী নিয়ে জটিলতা তৈরি হয়েছিল রাজ্য ও রাজ্যপালের মধ্যে?
একাধিক ইস্যুতে রাজ্য-রাজভবনের সংঘাত চলছিল। এর মধ্যে উপনির্বাচনে নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ নিয়ে রাজভবন-বিধানসভার জটিলতা আরও বেড়েছে। রাজ্যের শাসকদল ও বিধানসভার স্পিকার জটিলতা কাটাতে নানাভাবে সক্রিয় ভূমিকা পালন করছিল। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর দাবি ছিল, রাজভবনে গিয়েই শপথ নিতে হবে বিধায়ক সায়ন্তিকা ও রেয়াতকে কে। আর দুই বিধায়ক চান, রাজভবনে নয়, রাজ্যপাল বিধানসভায় এসে শপথ পড়ান। এসবের মাঝে শাসকদল ও মুখ্যমন্ত্রীর ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের সাংবিধানিক প্রধান। তাঁর কিছু মন্তব্যের প্রেক্ষিতে হাই কোর্টে মানহানির মামলা ঠোকেন রাজ্যপাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দায়ের করা মামলায় আইনজীবী বদল।
  • আইনজীবী সঞ্জয় বসুর বদলে মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়বেন বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়।
  • এদিন কল্যাণ এজলাসে উপস্থিতও ছিলেন। তবে মামলার শুনানি হয়নি।
Advertisement