shono
Advertisement
Waqf Act

'আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই', ওয়াকফ আইন নিয়ে ফুঁসে উঠলেন মমতা

আমজনতাকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বললেন, "দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত।"
Published By: Tiyasha SarkarPosted: 12:02 PM Apr 09, 2025Updated: 12:58 PM Apr 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাবীর জয়ন্তীর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান থেকে নয়া ওয়াকফ আইন নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। অন্যের সম্পত্তি নেওয়ার অধিকার আমারও নেই।" আশ্বস্ত করে বললেন, "দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত।"

Advertisement

গত সপ্তাহেই সংসদে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতির অনুমোদনে তা এখন আইন। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের অভিযোগে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। দেশের বিভিন্নপ্রান্তের মুসলিমরা প্রতিবাদে শামিল হয়েছেন। একই পরিস্থিতি বাংলাতেও। মঙ্গলবার সন্ধ্যেয় ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের জঙ্গিপুর। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ‌্যাসের সেল ফাটায় পুলিশ। শুরু হয়ে যায় জনতা-পুলিশের খণ্ডযুদ্ধ! জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের দুটি গাড়ি। চলে ইটবৃষ্টি। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এলাকায় ১৬৩ ধারা জারি রয়েছে। সাময়িকভাবে বন্ধ ইন্টারনেট পরিষেবাও।

এই পরিস্থিতিতে বুধবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে ওয়াকফ আইন নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, "আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। অন্যের সম্পত্তি নেওয়ার অধিকার আমারও নেই।" মমতার কথায়, "সবাইকে বাঁচতে দাও।" এখানেই শেষ নয়, এদিনও মুসলিমদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বস্ত করে বলেছেন, "দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত।"  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement