shono
Advertisement
Mamata Banerjee

'৮ ঘণ্টা সরকারি হাসপাতালে চিকিৎসার পর প্রাইভেট প্র্যাকটিস', চিকিৎসকদের আর্জি মমতার

সরকারি হাসপাতালের ৩০ কিলোমিটারের মধ্যে প্র্যাকটিস করা যাবে বলেও জানান তিনি।
Published By: Sayani SenPosted: 02:39 PM Feb 24, 2025Updated: 03:53 PM Feb 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ ঘণ্টা সরকারি হাসপাতালে চিকিৎসা করতেই হবে। সোমবারের মেগা বৈঠকে চিকিৎসকদের কাছে আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরকারি হাসপাতালের ৩০ কিলোমিটারের মধ্যে প্র্যাকটিস করা যাবে বলেও জানান তিনি।

Advertisement

আর জি কর আন্দোলন পরবর্তী আবহে এই প্রথমবার চিকিৎসকদের সঙ্গে মেগা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বৈঠক হয়। মমতা বলেন, "মিনিমাম ৮ ঘণ্টা সরকারি পরিষেবা দিন। তারপর প্রাইভেটে ডাক্তারি পরিষেবা দিন। আগে সরকারি হাসপাতাল থেকে ২০ কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করা যেত। মমতা সেই পরিধি বাড়িয়ে ৩০ কিলোমিটার করলাম। সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ প্রাইভেট প্র্যাকটিস করতে যাবেন না। অপারেশন করার জন্য বা কোনও এমার্জেন্সি রোগীকে দেখতে হলে সরকারি হাসপাতালে ডেকে পাঠান। পরিকাঠামো রয়েছে সরকারি হাসপাতালেও।"

আর জি কর কাণ্ডের সময় আন্দোলনকারী চিকিৎসকরা কর্মবিরতি করেন। তাঁদের একাংশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, কর্মবিরতির মাঝেও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেছেন তাঁরা। এই বিতর্কের মাঝে সম্প্রতি স্বাস্থ্যভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। জানানো হয়, সপ্তাহে মোট ৪২ ঘণ্টা ডিউটি করতে হবে। সকাল ৯টা থেকে বিকাল ৪টে পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। সরকারি চিকিৎসকদের হাসপাতাল থেকে ২০ কিলোমিটারের বাইরে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। সোমবারের বৈঠকে মমতার বার্তায় স্বাস্থ্যভবনের নির্দেশিকা কিছুটা শিথিল হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৮ ঘণ্টা সরকারি হাসপাতালে চিকিৎসা করতেই হবে।
  • সোমবারের মেগা বৈঠকে চিকিৎসকদের কাছে আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • সরকারি হাসপাতালের ৩০ কিলোমিটারের মধ্যে প্র্যাকটিস করা যাবে বলেও জানান তিনি।
Advertisement