shono
Advertisement
Dating app

সমকামীদের ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করার নামে অশ্লীল ছবি তুলে যুবককে হেনস্তা! তারপর...

আতঙ্কে কাঁটা ওই যুবক।
Published By: Tiyasha SarkarPosted: 10:38 AM Jul 18, 2025Updated: 10:38 AM Jul 18, 2025

অর্ণব আইচ: সমকামীদের ডেটিং অ‌্যাপে পরিচয়। দেখা করার নামে এক যুবককে ডেকে পাঠিয়ে তাঁর উপর অত‌্যাচারের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁর অশ্লীল ছবি তুলে ব্ল‌্যাকমেল করে কুড়ি হাজার টাকাও চাওয়া হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত ওই যুবক কোনওমতে বাড়িতে ফিরে দক্ষিণ কলকাতার পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন। ওই সমকামী অ‌্যাপের সূত্র ধরেই পুলিশ মূল অভিযুক্ত ও তার সঙ্গীদের সন্ধান চালাচ্ছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযোগকারী ওই যুবক বাঘাযতীন এলাকার বাসিন্দা। সমকামী অ‌্যাপে তাঁর সঙ্গে এক ব্যক্তির পরিচয় হয়। ওই ব‌্যক্তি তাঁর সঙ্গে দেখা করার জন‌্য চাপ দেয়। শেষে ওই যুবক খানিকটা বাধ‌্য হয়েই বালিগঞ্জ স্টেশনের কাছে গিয়ে ওই ব‌্যক্তির সঙ্গে দেখা করেন। সে তাঁকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে স্টেশনের কাছেই একটি পরিত‌্যক্ত বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে একটি ঘরের ভিতরে যুবকের সঙ্গে অশ্লীল আচরণ করতে শুরু করে গুণধর! হঠাৎই তাঁর কয়েকজন সঙ্গী ঘরের ভিতর ঢুকে যায়। তারা ওই অশ্লীল আচরণের ভিডিও তুলতে শুরু করে বলে অভিযোগ। যুবক প্রতিবাদ জানাতেই তারা তাঁকে মারধর করতে শুরু করে। মোবাইল কেড়ে নেয়!

পরে মোবাইল ফেরত দিলেও ছিনিয়ে নেয় এসডি কার্ড। এরপর ওই ভিডিও দেখিয়ে চলছিল ব্ল‌্যাকমেল। যুবকের কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়। তিনি তখন টাকা দিতে না পারলে তারা তাঁর পরিবারের লোকেদের মোবাইল নম্বর ও বাড়ির ঠিকানা নেয়। টাকা না পেলে ফের তাঁকে তুলে নিয়ে আসা হবে বলে হুমকি দেওয়া হয়। বাড়ি ফেরার পর আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন ওই যুবক। এর পর পরিবারের লোকেদের পরামর্শে তিনি পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন। যে জায়গাটিতে ঘটনাটি হয়েছে বলে অভিযোগ, সেখানে যাচ্ছে পুলিশ। অ‌্যাপের মাধ‌্যমে অভিযুক্তদের পরিচয় জেনে তাদের ধরার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সমকামীদের ডেটিং অ‌্যাপে পরিচয়। দেখা করার নামে এক যুবককে ডেকে পাঠিয়ে তাঁর উপর অত‌্যাচারের অভিযোগ উঠল আরেক যুবকের বিরুদ্ধে।
  • তাঁর অশ্লীল ছবি তুলে শারীরিক ও মানসিক অত‌্যাচার করা হয়েছে বলে অভিযোগ। ব্ল‌্যাকমেল করে কুড়ি হাজার টাকাও চাওয়া হয়! শেষ পর্যন্ত ওই যুবক কোনওমতে বাড়িতে ফিরে দক্ষিণ কলকাতার পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন।
  • ওই সমকামী অ‌্যাপের সূত্র ধরেই পুলিশ মূল অভিযুক্ত ও তার সঙ্গীদের সন্ধান চালাচ্ছে।
Advertisement