shono
Advertisement
EM Bypass

বাইপাসের ধারে গ্যারাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, একের পর এক দাউদাউ করে জ্বলছে গাড়ি!

এলাকার বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে গোটা এলাকা।
Published By: Tiyasha SarkarPosted: 11:41 AM Feb 15, 2025Updated: 12:56 PM Feb 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ত সময়ে বাইপাসের ধারে আরুপোতায় একটি গ্য়ারাজে বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলল একাধিক গাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। পরিস্থিতি মোকাবিলা করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকলের আধিকারিকরা। ইতিমধ্যেই এলাকার বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে গোটা এলাকা। আতঙ্কে রীতিমতো হুড়োহুড়ি শুরু করেছেন বাসিন্দারা।

Advertisement

জানা গিয়েছে, শনিবার সকালে বাইপাসের ধারে আরুপোতা এলাকার বাসিন্দারা দেখতে পান, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। এরপরই নজরে পড়ে দাউদাউ করে জ্বলছে গ্যারাজ। প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। গ্যারাজে থাকা গাড়িগুলোতে পরপর জ্বলতে থাকে। সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। এদিকে স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগান।

দমকল আধিকারিকরা পৌঁছেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেন কাজ। এদিকে আশপাশের বাসিন্দাদের বাড়ি থেকে সরিয়ে ফেলা হয়। গোটা এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন অ্যারেস্ট করা গেলেও এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। দমকল আধিকারিকরা জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এলে অগ্নিকাণ্ডের কারণ বোঝা সম্ভব নয়। তবে ভিতরে কেউ আটকে ছিলেন না। হতাহতের কোনও খবর নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্যস্ত সময়ে বাইপাসের ধারে আরুপোতার গ্য়ারাজে বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলছে একাধিক গাড়ি।
  • কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। পরিস্থিতি মোকাবিলা করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকলের আধিকারিকরা।
  • ইতিমধ্যেই এলাকার বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে গোটা এলাকা।
Advertisement