shono
Advertisement
Metro

সিগন্যালিং সমস্যায় ফের মেট্রো বিভ্রাট, পরিষেবা বন্ধে চরম যাত্রী ভোগান্তি

বুধবার বিকেল ৫টা ১ মিনিট থেকে বন্ধ পরিষেবা।
Published By: Sayani SenPosted: 05:36 PM Jan 29, 2025Updated: 05:51 PM Jan 29, 2025

নব্যেন্দু হাজরা: দক্ষিণেশ্বর স্টেশনে ঢোকার মুখে সিগন্যাল পয়েন্ট বিকল। তার জেরে বুধবার বিকেল ৫টা ১ মিনিট থেকে বন্ধ পরিষেবা। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো চলাচল আপাতত বন্ধ। ভোগান্তির শিকার অফিস ফিরতিরা। তবে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

সম্প্রতি ব্লু লাইনে কবি সুভাষ থেকে ছাড়া প্রতিটি মেট্রোর অন্তিম স্টেশন দক্ষিণেশ্বর হয়ে গিয়েছে। দক্ষিণেশ্বর পর্যন্ত যাত্রী সংখ্যাও নেহাত কম নয়। বুধবার বিকেলের এই ঘটনায় স্বাভাবিক বিপাকে যাত্রীরা। অফিস থেকে বাড়ি ফেরার পথে সমস্যায় পড়েছেন তাঁরা। গন্তব্যে পৌঁছনোর জন্য বাধ্য হয়ে বিকল্প রাস্তা বেছে নিয়েছেন অনেকেই।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার প্রথমবার পুরোদমে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোর ট্রায়াল রান হয়। যে ৭.০৪ কিলোমিটার অংশের মধ্যে প্রাথমিকভাবে বাণিজ্যিক পরিষেবা চালু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ, সেখানেই ট্রায়াল রান হয়। নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মধ্যে চারটি স্টেশন আছে। নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ বা বিমানবন্দর স্টেশন। এশিয়ার অন্যতম বড় আন্ডারগ্রাউন্ড (মাটির নীচে) স্টেশন হতে চলেছে বিমানবন্দর স্টেশন (জয় হিন্দ মেট্রো স্টেশন)। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া থেকে বিমানবন্দর) এবং ইয়েলো লাইনের (নোয়াপাড়া থেকে বারাসত) সংযোগস্থল হচ্ছে বিমানবন্দর মেট্রো কর্তৃপক্ষ। এয়ারপোর্ট মেট্রো স্টেশনে দুটি সাবওয়ে আছে। যশোর রোড থেকে বিমানবন্দর মেট্রো স্টেশনকে যুক্ত করবে একটি সাবওয়ে। দৈর্ঘ্য ৩৩০ মিটার। অপরটি কলকাতা বিমানবন্দরকে যুক্ত করবে জয় হিন্দ মেট্রো স্টেশনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement