shono
Advertisement

Durga Puja 2023: মেট্রোপথে মাতৃদর্শন, কোন স্টেশনের কাছে কোন মণ্ডপ? দেখে নিন এক ঝলকে

Posted: 04:12 PM Oct 15, 2023Updated: 04:12 PM Oct 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় (Durga Puja 2023) বৃষ্টি যতই হোক, বাঙালির ঠাকুর দেখা কেউ আটকাতে পারবে না! নতুন জুতো পায়ে ফোস্কা নিয়ে প্যান্ডেল হপিং মাস্ট। গত কয়েক বছরের মতো এ বছরও মহালয়া থেকেই রাস্তায় জনজোয়ার। ভিড় টপকে কলকাতার উত্তর থেকে দক্ষিণে যাওয়া অনেকটা কাশ্মীর থেকে কন্যাকুমারী যাওয়ার ঝক্কি! কারণ, পুজোর জন্য গাড়ির রুট বদলে দেওয়া হয়। তারপর তো যানজটের সমস্যা রয়েইছে।

Advertisement

অতএব, ঠাকুর দেখতে এগারো নম্বরের বাস থুড়ি মানে দুই পা-ই ভরসা! আর এসবের ঝক্কি এড়িয়ে দ্রুত পৌঁছতে চান তো মেট্রো ছাড়া আর কোনও গতি নেই। ভাবছেন তো কোন মেট্রো স্টেশনে নামলে কোন পুজো দেখতে পাবেন! চিন্তা নেই, রইল আপনাদের জন্য গাইডলাইন। এখনই বানিয়ে ফেলুন পুজোর পাঁচদিনের রুটম্যাপ।

[আরও পড়ুন: প্রেমে পড়ার পর প্রথম পুজো? জমজমাট হোক এই ৬ উপায়ে]


দমদম

  • ১৪ পল্লি সর্বজনীন
  • সিঁথি সর্বজনীন

বেলগাছিয়া

  • বেলগাছিয়া সর্বজনীন (টালা পার্ক)
  • নতুন পল্লি প্রদীপ সংঘ
  • লেকটাউন নেতাজি স্পোর্টিং
  • লেকটাউন অ্যাসোসিয়েশন
  • দমদম পার্ক ভারতচক্র
  • দমদম পার্ক তরুণ সংঘ
  • দমদম তরুণ দল
  • শ্রীভূমি 

শ্যামবাজার

  • টালা পার্ক প্রত্যয়
  • বাগবাজার
  • শ্যাম স্কোয়্যার
  • জগৎ মুখার্জি পার্ক

শোভাবাজার

  • আহিরীটোলা সর্বজনীন
  • আহিরীটোলা যুবকবৃন্দ
  • বেনিয়াটোলা সর্বজনীন
  • কুমারটুলি পার্ক
  • শোভাবাজার রাজবাড়ি
  • হাতিবাগান সর্বজনীন
  • কাশী বোস লেন
  • গৌড়বেড়িয়া/গৌরীবাড়ি
  • তেলেঙ্গাবাগান
  • চালতাবাগান

গিরীশ পার্ক

  • বিডন স্কোয়্যার
  • শিমলা ব্যায়াম সমিতি
  • বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব
  • পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি

মহাত্মা গান্ধী রোড

  • মহম্মদ আলি পার্ক
  • কলেজ স্কোয়্যার
  • শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব

সেন্ট্রাল

  • সন্তোষ মিত্র স্কোয়্যার
  • সুবোধ মল্লিক স্কোয়্যার
  • চোরবাগান সর্বজনীন

চাঁদনি চক

  • জানবাজার
  • তালতলা সর্বজনীন
  • ওয়েলিংটন

[আরও পড়ুন: পুজোয় 'বোরিং' নিরামিষ পদ বাদ দিন! রাঁধুন জিভে জল আনা পনির সালান]

দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমার জন্য

রবীন্দ্র সদন

  • গোখেল স্পোর্টিং
  • চক্রবেড়িয়া সর্বজনীন

নেতাজি ভবন

  • ভবানীপুর দুর্গোৎসব সমিতি
  • ভবানীপুর ৭৫ পল্লি
  • সংঘমিত্রা
  • ম্যাডক্স স্ক্যোয়ার
  • ৭৬ পল্লি
  • ভবানীপুর স্বাধীন সংঘ

যতীন দাস পার্ক

  • ২৩ পল্লি
  • হাজরা পার্ক
  • মাতৃ মন্দির
  • বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব

কালীঘাট

  • দেশপ্রিয় পার্ক
  • ত্রিধারা
  • চেতলা অগ্রণী
  • বাদামতলা আষাঢ় সংঘ
  • ৬৬ পল্লি
  • সমাজসেবী
  • গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক
  • বালিগঞ্জ কালচারাল
  • একডালিয়া এভারগ্রিন
  • সিংহি পার্ক
  • বোসপুকুর শীতলা মন্দির
  • রাজডাঙা নবউদয় সংঘ

রবীন্দ্র সরোবর

  • সুরুচি সংঘ
  • মুদিয়ালি
  • শিব মন্দির

মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ)

  • অজেয় সংহতি
  • বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক
  • হরিদেবপুর ৪১ পল্লি ক্লাব

নেতাজি (কুঁদঘাট)

  • পল্লি উন্নয়ন সমিতি
  • নেতাজি নগর সর্বজনীন দুর্গোৎসব

মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী)

  • মৈত্রী পার্ক সর্বজনীন
  • রয়নগর উন্নয়ন সমিতি

গীতাঞ্জলি (নাকতলা)

  • নাকতলা উদয়ন সংঘ

কবি নজরুল (গড়িয়া)

  • নবদুর্গা সর্বজনীন দুর্গোৎসব

টালিগঞ্জ কিংবা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে অটো, ট্যাক্সি বা বাসে করে বেহালার মণ্ডপগুলিতে পৌঁছে যেতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement