স্টাফ রিপোর্টার: ২০২২ সাল থেকে কেন্দ্র রাজ্যের ১০০ দিনের প্রকল্পের টাকা বন্ধ রেখেছে। গত তিন বছরে এই খাতে রাজ্যের প্রাপ্য ২২ হাজার কোটি টাকা। রাজ্যের এই টাকা কেন্দ্র বিলি করে দিয়েছে চার রাজ্যকে। গত তিন বছরে ভোটমুখী বিহার, তামিলনাড়ু এবং বিজেপিশাসিত মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ ১০০ দিনের প্রকল্পে অতিরিক্ত ১৩ হাজার কোটি টাকা পেয়েছে। কেন্দ্রের এই 'বেনজির বঞ্চনা'র বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
সোমবার রাতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সমাজমাধ্যমে পোস্টে লেখেন, "বাংলার প্রাপ্য থেকে বঞ্চনা করে সেই টাকা তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, বিহারকে দিয়েছে কেন্দ্র। অভিযোগ মারাত্মক। বাংলা এই বৈষম্য আর অপমানের জবাব দেবে।" ১০০ দিনের প্রকল্প তথা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে কেন্দ্র গত তিন বছরে বাজেট বরাদ্দ বাড়ায়নি। বরং কিছুটা কমিয়েছে। বর্তমান আর্থিক বছরে এই খাতে কেন্দ্রের মোট বরাদ্দ ৮৬ হাজার কোটি টাকা। গত বছরের চেয়ে ২ হাজার কোটি টাকা কম। বরাদ্দ কমিয়েও কেন্দ্র চার রাজ্যকে বাড়তি টাকা দিতে সক্ষম হয়েছে বাংলার প্রাপ্য টাকা বন্ধ রেখেই।
২০২২-এর ৯ মার্চ থেকে বাংলার প্রাপ্য টাকা কেন্দ্র দিচ্ছে না। বাংলা এই খাতে বছরে গড়ে সাড়ে ৭ হাজার কোটি টাকা পায়। দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্র টাকা বন্ধ রেখেছে। রাজ্য সরকার নিজেদের কোষাগারের টাকায় প্রকল্প চালাচ্ছে। হাই কোর্ট কেন্দ্রকে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবুও কেন্দ্র টাকা দিচ্ছে না। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের নেতাকর্মীরা দিল্লিতে গিয়েও আন্দোলন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তবুও অবস্থার কোনও পরিবর্তন হয়নি। এখন দেখা যাচ্ছে বাংলার প্রাপ্য টাকা কেন্দ্র নিজেদের পছন্দমতো চারটি রাজ্যের মধ্যে ভাগ করে দিয়েছে।