স্টাফ রিপোর্টার: ছাত্রদের ভিড় টানতে আরএসএসের ছাত্র সংগঠনের অনুষ্ঠানে প্রধান অতিথি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-কে চাঙ্গা করতেও মিঠুনকে ভরসা করছে গেরুয়া শিবির।
ছাত্রদের অনুষ্ঠানে মিঠুনকে আনা নিয়ে তৃণমূলের (TMC) কটাক্ষ, অস্তিত্বহীন সংগঠনে ভিড় বাড়াতেই আনা হচ্ছে বলিউড তারকাকে। উল্লেখ্য, একুশের ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মহাগুরু। একুশের ভোটে প্রচারে নেমেও বিজেপিকে কোনও সুবিধা এনে দিতে পারেননি। আবার রাজ্যে বুথ সংগঠনকে চাঙ্গা করার দায়িত্ব মিঠুনকে দেওয়া হলেও তাতে কোনও লাভ হয়নি বঙ্গ বিজেপির। এবার গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনকে চাঙ্গা করতে তাদের অনুষ্ঠানে আনা হচ্ছে মহাগুরুকে। এবিভিপি-র উদ্যোগ আগামী ২ জুন সল্টলেকে ইজেডসিসি-তে অনুষ্ঠিত হতে চলেছে ‘লিড বেঙ্গল স্টুডেন্টস কনক্লেভ’। যেখানে মিঠুন ছাড়াও এবিভিপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপস্থিত থাকার কথা।
[আরও পড়ুন: চাই শুধু দীপিকাকে, বলিউডের ‘মস্তানি’তে মজেছেন ক্রিস গেইল ]
অস্তিত্বহীন ছাত্র সংগঠনের অনুষ্ঠানে মিঠুনকে এনে ভিড় বাড়ানো ছাড়া আর কোনও লাভ হবে না বলে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) বক্তব্য, ‘‘ছোটদের অনুষ্ঠানে ভিড় বাড়াতে আনা হচ্ছে। এবিভিপি কি মিঠুনদা নিজেও জানেন না, চিরকুটে তাঁকে লিখে দিতে হবে।’’
এদিকে, এবিভিপি-র (ABVP) দক্ষিণবঙ্গ প্রান্তের অফিস সম্পাদক বিকাশ শর্মা জানালেন, ‘‘রাজ্যের বর্তমান পরিস্থিতির উপর আলোচনা হবে। ছাত্র রাজনীতি সম্পর্কে বক্তব্য রাখবেন মিঠুন চক্রবর্তী। নিজের জীবনের নানা কথাও বলবেন তিনি।’’ মিঠুন চক্রবর্তী গত একুশের ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বর্তমানে দলের জাতীয় কর্মসমিতির সদস্যও রয়েছেন তিনি।