নব্যেন্দু হাজরা: মাদার ডেয়ারির সঙ্গে জুড়ে যাচ্ছে বাংলার ডেয়ারি (Banglar Dairy)। তার ফলে আর নামই থাকছে না মাদার ডেয়ারি। এবার থেকে নতুন ব্র্যান্ডের নাম বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, "মাদার ডেয়ারি ক্যালকাটা এবং বাংলার ডেয়ারির নাম শুনেছেন। মাদার ডেয়ারির পুরোটা বাংলার ডেয়ারির সঙ্গে মার্জার হল। এবার থেকে বাংলার ডেয়ারি হিসাবে পাওয়া যাবে। আজ থেকে মাদার ডেয়ারির কোনও অস্তিত্ব থাকবে না।"
এদিনের বৈঠকে বিদ্য়ুতের ব্যাপক চাহিদা সামাল দেওয়া নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। চন্দ্রিমা জানান, রাজ্যের দু'টি জায়গায় বিদ্যুৎ কেন্দ্র হবে। ৮০০ করে দু'টি অর্থাৎ মোট ১,৬০০ মেগাওয়াট নিউ ক্রিটিক্যাল সুপার পাওয়ার প্লান্ট তৈরি করবে। আগামী ২৫ বছরের জন্য জমি দেওয়া হবে। মেয়াদ প্রয়োজনে আরও ৫ বছর বাড়তে পারে। এছাড়া ওয়্যারহাউস নিয়ে কথা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। চন্দ্রিমা বলেন, "নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেজ লিমিটেড ব্যবসায়ী সম্মেলনে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করার কথা বলেছিল। আমরা ১১.৩৫ একর জমি সিলিং সারপ্লাস ছিল। সেটা রিজিউম করে নিয়ে আবার ভেস্ট করে যে টুকুটাকা দেওয়ার তা দেওয়া হল। অ্যামাজন এবং ফ্লিপকার্টের ওয়ারহাউসিংয়ের জন্য।"
রাজ্যে শিল্পন্নোয়নই মূল লক্ষ্য। তাই হাওড়ার অঙ্কুরহাটিতে তৈরি হচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক। ডোমজুড়ে ২০৮৪,২৬ বর্গফুট জমি দেওয়া হবে। ০.৫ একর জমিতে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড স্কিলড ডিপার্টমেন্ট রয়েছে। যেখানে প্রশিক্ষণও দেওয়া হয়। কাজটি করবে WBIDC। এছাড়াও ৩০.৪২ একর জমিতে ৪টি প্লট তৈরি হবে। ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য পানাগড ১.৩৭ একর এবং ২.৭৭ একর জমি হরিণঘাটাকে দেওয়া হয়েছে। জঙ্গলসুন্দরী কর্মনগরীর জন্য ১১৫ একর জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
