shono
Advertisement

Breaking News

Madhyamik Exam 2026

মাধ্যমিকের জন্য ফেব্রুয়ারিতে ১০ দিন কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ, জানুন কোন পথে পৌঁছবেন গন্তব্যে

একনজরে দেখে নিন চলতি বছরের মাধ্যমিকের রুটিন। 
Published By: Tiyasha SarkarPosted: 05:53 PM Jan 29, 2026Updated: 07:31 PM Jan 29, 2026

হাতে মাত্র আর কয়েকটা দিন। ২ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026)। পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষার্থীরা যানজটে আটকে না পড়ে সেই কারণেই প্রতিবারের মতোই এবারও যান নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। পরীক্ষার দিনগুলিতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলকাতা পুলিশের অধীনস্থ এলাকাগুলিতে সমস্ত ধরনের পণ্যবাহী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে ভাঙড়ের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হচ্ছে না বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Advertisement

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি।

এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি। চলবে ১২ তারিখ পর্যন্ত। এই দিনগুলিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের যাতে কোনওরকম সমস্যা না হয় সেই কারণেই প্রতিবারের মতোই এবারও পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। কিছু গাড়িকে ঘুরপথে পাঠানো হবে গন্তব্যে। তবে তার রুট এখনও জানা যায়নি। তবে জরুরি যানবাহন, এলপিজি সিলিন্ডার, পেট্রোলিয়াম, তেল, অক্সিজেন, দুধ, ওষুধ, শাকসবজি,ফল, মাছ ইত্যাদি বহনকারী অত্যাবশ্যকীয় গাড়িগুলো উল্লিখিত দিনগুলিতে সকাল ৮টা পর্যন্ত চলবে। পরীক্ষাকেন্দ্রগুলোর একেবারে পাশের রাস্তাগুলোতেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজন অনুযায়ী যান চলাচল বন্ধ ও গতিপথ বদলের সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর। 

২ ফেব্রুয়ারি সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে দুপুর ২টোয়। একনজরে দেখে নিন রুটিন। 

২ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা 

৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা  

৬ ফেব্রুয়ারি (শুক্রবার): ইতিহাস

৭ ফেব্রুয়ারি (শনিবার): ভূগোল

৯ ফেব্রুয়ারি (সোমবার): গণিত

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভৌতবিজ্ঞান

১১ ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ঐচ্ছিক বিষয়

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement