shono
Advertisement

Breaking News

Sealdah division

সপ্তাহান্তে শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, যাত্রী ভোগান্তির আশঙ্কা

শনিবার রাত সওয়া দশটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে।
Published By: Subhankar PatraPosted: 09:29 AM Feb 07, 2025Updated: 10:03 AM Feb 07, 2025

সুব্রত বিশ্বাস: ফের ট্রেন বাতিল শিয়ালদহ ডিভিশনে। শনিবার রাত সওয়া দশটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে। শিয়ালদহ বাসুলডাঙা ব্রিজের গার্ডার পরিবর্তনের জন‌্য প্রায় পৌনে দশ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। দক্ষিণ শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ৩৪৮৬০ ও ৩৪৮৫৬ ডাউন এবং আপ ৩৪৮৫৭ ডায়মন্ড হারবার লোকাল বাতিল করা হয়েছে। ওই রাতে দুজোড়া ডায়মন্ড হারবার লোকাল মগরাহাট ও বারুইপুরে যাত্রা শেষ করবে। রবিবার ৯ ফেব্রুয়ারি আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ ডায়মন্ড হারবার লোকাল বাতিল করা হয়েছে। অন্যদিকে ডাউন ৩৪৮১২, ৩৪৮১৮, ৩৪৮২০ ডায়মন্ড হারবার লোকাল বাতিল থাকছে। ওই দিন সকালে চারজোড়া ডায়মন্ডহারবার লোকাল মগরাহাটে যাত্রা শেষ করে ফের সেখান থেকে ঘুরে শিয়ালদহ আসবে।

ট্রেনগুলি বাতিল ও সংক্ষিপ্ত যাত্রার জন্য যাত্রীরা ভোগান্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় ভিড় কম হবে বলে অনুমান। যাত্রী সুরক্ষা ও ট্রেন ঠিক মতো চলাচলের জন্য এই কাজ বলে জানিয়েছে রেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের ট্রেন বাতিল শিয়ালদহ ডিভিশনে।
  • শনিবার রাত সওয়া দশটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে।
  • শিয়ালদহ বাসুলডাঙায় ব্রিজের গার্ডার পরিবর্তনের জন‌্য প্রায় পৌনে দশ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল।
Advertisement