shono
Advertisement
Parthasarathi Chatterjee

পুর নিয়োগ দুর্নীতি: সিবিআইয়ের নজরে রানাঘাটের বিজেপি বিধায়ক, চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ

পুর নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআইয়ের নজরে বিজেপি বিধায়ক। রানাঘাটের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী শুক্রবার সকালে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
Published By: Tiyasha SarkarPosted: 11:05 AM Nov 12, 2024Updated: 12:46 PM Nov 12, 2024

অর্ণব আইচ: পুর নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআইয়ের নজরে বিজেপি বিধায়ক। রানাঘাটের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়কে (Parthasarathi Chatterjee) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী শুক্রবার সকালে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। আগে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছেন আধিকারিকরা।

Advertisement

দীর্ঘদিন ধরেই পুর নিয়োগ দুর্নীতির (Municipality Recruitment Scam) রহস্যভেদে মরিয়া চেষ্টা চালাচ্ছে সিবিআই। রাজ্যের একাধিক পুরসভায় দফায় দফায় তল্লাশি চালানো হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নথি। সেই সূত্র ধরেই গতবছর সকালে বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। বিধায়কের বাড়ি ঘিরে ফেলেন জওয়ানরা। ভিতরে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। এবার বিধায়ককে সিবিআইয়ের দপ্তরে তলব করা হল। উল্লেখ্য, সপ্তাহখানেক আগে রানাঘাট পুরসভার এক্সজিকিউটিভ অফিসার সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন।

দীর্ঘদিন ধরেই পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বহুদিন আগেই দুর্নীতিতে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে প্রোমোটার অয়ন শীলকে। তাঁকে জেরা করে বহু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। তাঁর সঙ্গে জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও শিকড়ে পৌঁছতে পারেননি তদন্তকারীরা। বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ করলে তথ্য মিলবে বলে আশাবাদী সিবিআই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুর নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআইয়ের নজরে বিজেপি বিধায়ক।
  • রানাঘাটের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
  • আগামী শুক্রবার সকালে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
Advertisement