গৌতম ব্রহ্ম: ভাঙড়ের পর নরেন্দ্রপুর। এবার নরেন্দ্রপুর থানাকে কলকাতা পুলিশের অধীন আনার সিদ্ধান্ত রাজ্যের। নরেন্দ্রপুর থানা (Narendrapur PS) ভেঙে মোট তিনটি থানা করা হবে বলেই খবর। নরেন্দ্রপুরে একের পর এক অশান্তির জেরেই কি এই সিদ্ধান্ত? প্রশ্ন ওয়াকিবহল মহলের।
দিল্লি যাত্রার আগে সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নরেন্দ্রপুর থানাকে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, নরেন্দ্রপুরকে ভেঙে মোট ৩ টি থানা করা হবে। দুটি অর্থাৎ খোয়াদা ও আটঘরা এই দুটি নতুন থানা কলকাতা পুলিশের অধীনে আসবে। পাশাপাশি এই দুটি থানার জন্য বিভিন্ন শ্রেণির মোট ৩১৪টি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে।
[আরও পড়ুন: পুনমের সঙ্গে কীভাবে আলাপ? মডেলের মৃত্যু বিভ্রাটের মাঝে ফোনে অতিষ্ঠ বালুরঘাটের যুবক]
কিন্তু কেন নরেন্দ্রপুর থানাকে ভাঙার সিদ্ধান্ত? বিগত কয়েকদিন ধরেই একাধিক নৃশংস ঘটনা ঘটেছে ওই এলাকায়। ক্রমশ বাড়ছে দুর্বত্তদের ক্রিয়াকলাপ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই অশান্তি রুখতে এবং নজরদারি কড়া করতেই থানা ভাঙার সিদ্ধান্ত। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অশান্তির কারণে বারবার সংবাদ শিরোনামে উঠে আসছিল ভাঙড়। সেই সময় অশান্ত ভাঙড়কে শান্ত করতে একাধিক থানা করার সিদ্ধান্ত নেয় রাজ্য। ভাঙড়কে নিয়ে আসা হয় কলকাতা পুলিশের অধীনে। সেই তালিকায় এবার নরেন্দ্রপুর।