shono
Advertisement
Ram Navami

রামনবমীতেও খোলা নবান্ন, থাকবেন জাভেদ শামিম, অশান্তি এড়াতে সর্বোচ্চ স্তরে নজরদারি

রামনবমীতে রাজ্যজুড়ে প্রায় আড়াইশো মিছিল বেরনোর কথা।
Published By: Sucheta SenguptaPosted: 07:34 PM Apr 05, 2025Updated: 08:12 PM Apr 05, 2025

মলয় কুণ্ডু ও সুদীপ রায়চৌধুরী: সুষ্ঠুভাবে রামনবমী পালন করতে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা প্রস্তুতি রয়েছে পুলিশ প্রশাসনের। অশান্তির আশঙ্কা থাকায় সর্বোচ্চ প্রশাসনিক স্তরে নজরদারি চালানোর জন্য এবার নবান্নও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হল। রবিবার, ছুটির দিন হওয়া সত্ত্বেও খোলা থাকছে রাজ্যের মূল প্রশাসনিক ভবন। জানা গিয়েছে, খোলা থাকছে পুলিশের কন্ট্রোল রুম। সেখানে বসে নিজে সবদিক নজরে রাখবেন এডিজি, আইনশৃঙ্খলা জাভেদ শামিম। থাকবেন পুলিশের অন্যান্য শীর্ষ কর্তারাও। রামনবমীতে রাজ্যজুড়ে প্রায় আড়াইশো মিছিল বেরনোর কথা। তার সবকটাই যাতে সুষ্ঠুভাবে শেষ হয়, সেটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর নবান্নে বসে নজরদারি চালাবেন পুলিশকর্তারা। অন্যদিকে, রাজভবনের তরফেও খোলা হচ্ছে পিস রুম।

Advertisement

ইতিমধ্যে রামনবমীতে রাজ্যের নিরাপত্তা নিয়ে যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। নির্দিষ্ট কয়েকটি রুটেই একমাত্র মিছিল করা যাবে। ওই রুটগুলিতে অশান্তি এড়াতে কড়া ব‌্যবস্থা নিচ্ছে লালবাজার। একইসঙ্গে রাজ্যের দশটি জেলা ও পুলিশ কমিশনারেটকে 'সংবেদনশীল' বলে ঘোষণা করা হয়েছে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। এই তালিকায় রয়েছে আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ জেলা ও জেলার কমিশনারেট। ওই দশটি জেলা ও পুলিশ কমিশনারেটে ২৯ জন দুঁদে আইপিএস অফিসারকে পাঠানো হচ্ছে। কোনও ধরনের গোলমাল শুরু হলেই যাতে দ্রুততার সঙ্গে ব‌্যবস্থা নেওয়া যায়, সেদিকে বাড়তি নজর রয়েছে পুলিশের।

এই পরিস্থিতিতে রাজ্যের পদস্থ পুলিশকর্তাদের নিয়ে শনিবার নবান্নে একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। জেলাস্তরে পুলিশের প্রস্তুতি রিপোর্ট খতিয়ে দেখা হয়। সেখানেই সিদ্ধান্ত হয়, রামনবমীতে ছুটি নয়। খোলা রাখা হবে নবান্ন। রাজ্য পুলিশের এডিজি, আইনশৃঙ্খলা জাভেদ শামিম নিজে উপস্থিত থাকবেন কন্ট্রোল রুমে। নজর রাখবেন গোটা রাজ্যের পরিস্থিতির উপর। এদিন কাজের কোনও নির্ধারিত সময় নেই। মিছিল যেমন সময় হবে, সেই অনুযায়ী ডিউটি করতে হবে পুলিশকে। প্রত্যেক অফিসারকে নির্দিষ্ট দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। ৯ তারিখ পর্যন্ত সকলের ছুটি বাতিল।

অন্যদিকে, রাজভবনের তরফেও রামনবমী উপলক্ষে রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছে। সূত্রের খবর, রবিবার সকাল থেকে মোবাইল রাজভবন চালু হয়ে যাবে। খোলা হচ্ছে পিস রুম। নম্বর - ০৩৩-২২০০১৬৪১. 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রামনবমীতেও খোলা থাকবে নবান্ন, নজরদারি করবেন এডিজি, আইনশৃঙ্খলা জাভেদ শামিম।
  • রাজ্যজুড়ে প্রায় ২৫০ টি মিছিল হওয়ার কথা।
  • রাজভবনের তরফেও খোলা হচ্ছে পিস রুম।
Advertisement