shono
Advertisement
Kolkata

বাইপাসে তরুণীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আলতাফ, বাকিদের খোঁজে পুলিশ

তরুণী হাসপাতালে চিকিৎসাধীন।
Published By: Subhankar PatraPosted: 10:23 AM Nov 30, 2025Updated: 10:28 AM Nov 30, 2025

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: ইএম বাইপাসের ধারে তরুণীকে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১। গার্ডেনরিচ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আলতাফ আলম। বয়স ২৪ বছর। তিনি গার্ডেনরিচ এলাকার বাসিন্দা। বাকি দুই জনের খোঁজ চলছে। ধৃতকে পুলিশ হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে আদালতে পেশ করা হবে।

Advertisement

শুক্রবার রাতে ইএম বাইপাসে গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠে তিনজনের বিরুদ্ধে। তারপর তাঁরা তরুণীকে ময়দান এলাকায় নামিয়ে চলে যায়। জানা যায়, নির্যাতিতার বয়স ২৮ বছর, তিনি বিবাহিত। থাকেন পূর্ব কলকাতায়। শুক্রবার রাত ৯টা নাগাদ তিনি ইএম বাইপাসের ধারে প্রগতি ময়দান থানা এলাকার একটি বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

তরুণীর অভিযোগ, সেই সময়ে একটি গাড়ি আসে। তাতে তিনজন ছিলেন। তাঁদের মধ্যে একজন তরুণীর পূর্ব পরিচিত। মাস তিনেক ধরে তাঁর সঙ্গে তরুণীর কথা হচ্ছে। অভিযোগ, গাড়িটি এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তরুণীকে জোর করে ঠেলে গাড়িতে তোলা হয়। তাঁকে মাদক খাওয়ানোর পর শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে তরুণী পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। পরে ময়দান এলাকায় তাঁকে নামিয়ে দিয়ে চলে যায় গাড়িটি।

তরুণীকে ওই অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন। হাসপাতাল থেকেই পুলিশে খবর পাঠানো হয়। প্রগতি ময়দান থানার পুলিশ হাসপাতালে গিয়ে তরুণীর গোপন বয়ান নিয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে। তদন্তে নেমে আলতাফকে গ্রেপ্তার করল পুলিশ। বাকিদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পূর্বপরিচিতির সূত্রেই জোর করে তরুণীকে গাড়িতে তুলে এভাবে নির্যাতন করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইএম বাইপাসের ধারে তরুণীকে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১।
  • গার্ডেনরিচ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।
  • পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আলতাফ আলম। বয়স ২৪ বছর।
Advertisement