অর্ণব আইচ: জেলে ফের অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলের হাসপাতালে ভর্তি তিনি। এদিকে আবারও অসুস্থ হয়ে পড়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'। তাঁর পেসমেকার বদল হয়েছে বলে খবর।

২০২২ সালের ২২ জুলাই বাড়িতে ম্যারাথন তল্লাশির পর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তারপরই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ভুবনেশ্বরে। পরবর্তীতে একাধিকবার জামিনের আর্জি জানান পার্থ। প্রতিবারই কারণ হিসেবে দেখানো হয়েছিল, শারীরিক অসুস্থতা। একাধিকবার জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ। আদালতের নির্দেশে চলত রুটিন চেকআপও। তা সত্ত্বেও বন্দিদশায় ফের অসুস্থ হয়ে পড়েছেন পার্থ। জানা যাচ্ছে, পা ফুলেছে তাঁর। পরিস্থিতি জটিল হওয়ায় তাঁকে জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসদের পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন মন্ত্রী।
এদিকে সুজয়কৃষ্ণ ভদ্রও গ্রেপ্তারির পর থেকে বহুবার অসুস্থ হয়েছেন। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অসুস্থতার অজুহাতে এড়িয়েছেন আদালতে হাজিরা। তাঁর শারীরিক অসুস্থতার কারণেই কণ্ঠস্বর রেকর্ড করতে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে সিবিআইকে। জানা যাচ্ছে, আবারও অসুস্থ হয়ে পড়েছেন কালীঘাটের কাকু। ইতিমধ্যেই তাঁর পেসমেকার বদলের অস্ত্রোপচার হয়েছে।