সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি মাসেই প্রায় ১ কোটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়। সাইবার প্রতারণা রুখতেই এমন পদক্ষেপ। মোদি সরকার এবার এই বিষয়ে নয়া পদক্ষেপ করতে চলেছে বলে জানা যাচ্ছে। যদি আপনার অ্যাকাউন্ট ব্যানড হয়ে থাকে, তাহলে সাবধান! হয়তো অন্যান্য অ্যাপ থেকেও বাদ যেতে পারেন আপনি। আসলে সাইবার প্রতারণা রুখতে কড়া পদক্ষেপ করতে চাইছে প্রশাসন।
জানা গিয়েছে, ইতিমধ্যেই কেন্দ্র হোয়াটসঅ্যাপের থেকে ব্ল্যাকলিস্টেড নম্বরের তালিকা চেয়েছে। লক্ষ্য, এরপর সেই নম্বরগুলিকে অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও মুছে দেওয়া। যাতে সম্ভাব্য প্রতারণা রোধ করা যায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সরকারের পর্যবেক্ষণ- বর্তমান ব্যবস্থাটি সম্পূর্ণ জালিয়াতি প্রতিরোধের জন্য যথেষ্ট নয়। তাই এবার আরও কড়া পদক্ষেপ করার লক্ষ্ণমাত্রা ধার্য করা হয়েছে। অথচ জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কোনও মোবাইল নম্বরকে ব্যান করে দিলে সেই নম্বরগুলি ব্যবহার করে টেলিগ্রাম ও অন্যান্য মেসেজিং অ্যাপে আস্তানা গাড়ে প্রতারকরা। নতুন করে ফাঁদ পাতে। প্রসঙ্গত, প্রতারকরা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপকে সব সময়ই টার্গেট করে। কেননা এক্ষেত্রে কোনও সিম কার্ড লাগে না। ফলে অপরাধীদের ধরা আরও দুষ্কর হয়ে যায়।
আসলে হোয়াটসঅ্যাপে হ্যাকারদের ফাঁদ পাতার বিষয়টা নতুন নয়। এর আগে শোনা গিয়েছে এক্সক্লুসিভ অফার, ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের মতো লোভনীয় সব প্রস্তাব দিয়ে বোকা বানানো হচ্ছে ইউজারদের। অনেক সময় স্রেফ একটা ছবিতে ক্লিক করলেই ঘটে যাচ্ছিল অনর্থ। তবে হ্যাকারদের যে নতুন ষড়যন্ত্রের কথা জানা গিয়েছে তা আরও বিপজ্জনক। এক্ষেত্রে ইউজারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হ্যাকারদের কাছে চলে গেলেও কাকপক্ষীতেও তা টের পাবে না। সাধারণ একটি মেসেজ থেকেই ঘটে যেতে পারে অনর্থ! আর সেই কারণেই হোয়াটসঅ্যাপ-সহ অন্যান্য অ্যাপে হ্যাকারদের দৌরাত্ম্য রুখতে মরিয়া কেন্দ্র।
