shono
Advertisement
Passport

ভুয়ো নথির ভিত্তিতে তৈরি পাসপোর্ট বাতিল করা হোক, চিঠি লালবাজারের

ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে বলে অভিযোগ।
Published By: Biswadip DeyPosted: 12:00 AM Jun 20, 2025Updated: 12:00 AM Jun 20, 2025

অর্ণব আইচ: ভুয়ো নথির ভিত্তিতে আবেদন করা পাসপোর্ট বাতিল করা হোক। এমনই আবেদন কলকাতা পুলিশের। এই ব‌্যাপারে রিজিওনাল পাসপোর্ট অফিসে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে লালবাজার সূত্র।

Advertisement

পুলিশ জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালি গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় সাড়ে তিন হাজার ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করা হয়েছে। সেগুলির ভিত্তিতে পাসপোর্টের আবেদন করা হয়। বহু ব‌্যক্তি পাসপোর্ট হাতেও পেয়েছেন। অনেকে ওই পাসপোর্টের ভিত্তিতে বিদেশেও চলে গিয়েছেন বলে খবর এসেছে গোয়েন্দাদের কাছে।

একইভাবে হাওড়ার বাসুদেবপুর ও মালদহের মানিকচক থেকে ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে বলে অভিযোগ। বেশ কিছু ভুয়ো জন্ম শংসাপত্রের তালিকা এসেছে কলকাতা পুলিশের হাতে। এবার আরপিওতে চিঠি দিয়ে লালবাজার আবেদন করেছে, ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে যে পাসপোর্ট তৈরি হয়েছে, সেগুলি যেন বাতিল করে দেওয়া হয়। একই সঙ্গে স্বাস্থ‌্য দপ্তরকে চিঠি দিয়েও কলকাতা পুলিশ আবেদন করেছে যাতে ওই শংসাপত্রগুলি বাতিল করে দেওয়া হয়। পঞ্চায়েতের পক্ষ থেকে আগেই পুলিশকে জানানো হয়েছে যে, ভুয়ো জন্ম শংসাপত্র প্রমাণিত হলেও তা বাতিল করতে পারে স্বাস্থ‌্য দপ্তর। সেইমতো স্বাস্থ‌্য দপ্তরের পক্ষ থেকে বাতিলের ব‌্যাপারে ব‌্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভুয়ো নথির ভিত্তিতে আবেদন করা পাসপোর্ট বাতিল করা হোক। এমনই আবেদন কলকাতা পুলিশের।
  • এই ব‌্যাপারে রিজিওনাল পাসপোর্ট অফিসে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে লালবাজার সূত্র।
  • পুলিশ জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালি গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় সাড়ে তিন হাজার ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করা হয়েছে।
Advertisement