সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মসূচির প্রচার করা হয়েছিল তাঁকে সামনে রেখেই। তাঁর উপস্থিতি দেখিয়েই গীতাপাঠের জন্য লক্ষ কণ্ঠ জোগাড় করার স্বপ্ন দেখছিলেন রবিবারের ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজক সনাতন সংস্কৃতি পরিষদ। কিন্তু শেষপর্যন্ত তাঁর সফর বাতিল হয়েছে। বিরোধীদের দাবি, ভিড় জমবে না বুঝেই সফর বাতিল করেছেন মোদি (Narendra Modi)। কিন্তু প্রধানমন্ত্রী নিজে না এলেও তাঁর বার্তা এসে পৌঁছেছে ব্রিগেডে।
শনিবার রাতে মোদি ব্রিগেডের কর্মসূচির জন্য আয়োজকদের শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে মোদি লিখেছেন, “সেই মহাভারতের সময় থেকে ভারতের স্বাধীনতা আন্দোলন পর্যন্ত, নানা সময়ে গীতা আমাদের অনুপ্রাণিত করেছে। গীতা জ্ঞানের ভাণ্ডার। জীবনের চালিকাশক্তি। ভারতের সংস্কৃতি অনুযায়ী জীবনযাপনের এবং অগ্রগতির বহু পরস্পর সংযুক্ত পথ দেখায় গীতা।” প্রধানমন্ত্রীর উপলব্ধি,”লক্ষ কণ্ঠে গীতাপাঠ আমাদের সামাজিক সম্প্রীতিকেই আরও জোরদার করবে। দেশের উন্নয়ন-যাত্রার ক্ষেত্রেও যা আবশ্যক। লক্ষ কণ্ঠে গীতাপাঠ সকলের জন্য শান্তি নিয়ে আসুক। আয়োজকদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”
[আরও পড়ুন: গঙ্গার তলা দিয়ে মেট্রো অথৈ জলে, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা]
আসলে প্রধানমন্ত্রী না আসায় রাজ্যের বিজেপি (BJP) কর্মীরা অনেকাংশে হতাশ। জনসমাগমও কমবে বলে মনে করা হচ্ছে। তাই কর্মীদের চাঙ্গা করতেই এই বার্তা প্রধানমন্ত্রী পাঠিয়েছেন বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, মোদির এই বার্তা রবিবার ব্রিগেডে পাঠ করা হতে পারে। কর্মী, সমর্থক এবং আয়োজকদের উৎসাহ তাতে আরও বৃদ্ধি পাবে।
[আরও পড়ুন: ‘বিকাশদের জন্যই কাটছে না জটিলতা! ২৭ লক্ষ টাকা খেসারত’, আক্ষেপ চাকরিপ্রার্থীদের]
রবিবার সকাল ১০টায় ব্রিগেডের (Brigade) অনুষ্ঠান। মোট ২০টি আলাদা ভাগে ব্রিগেডকে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগে পাঁচ হাজার মানুষের জন্য গীতাপাঠের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ব্রিগেডে ভিড় জমাচ্ছেন। গীতাপাঠের আসরে নিরাপত্তা নিয়েও সতর্ক প্রশাসন। দু’জন ডেপুটি কমিশনার, দু’জন এসি -সহ মোট ১৭৭ জন পুলিশ কর্মী নিয়োজিত রাখা হচ্ছে।