shono
Advertisement
Raj Bhavan

ঔপনিবেশিকতা সরিয়ে নতুন নাম পাচ্ছে রাজভবন, রাজ্যপাল বোসের আবেদনে অনুমোদন কেন্দ্রের

নতুন নাম কী হচ্ছে?
Published By: Tiyasha SarkarPosted: 01:32 PM Nov 29, 2025Updated: 06:20 PM Nov 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের আবেদনে অনুমোদন কেন্দ্রের। ঔপনিবেশকতা সরিয়ে এবার নতুন নাম পাচ্ছে রাজভবন। নতুন নাম হচ্ছে 'লোক ভবন।' ইতিমধ্যেই রাজভবনের এক্স হ্যান্ডেলের নাম বদলে করা হয়েছে 'লোক ভবন'। সেখানেই পোষ্ট করা হয়েছে এই সংক্রান্ত তথ্য। 

Advertisement

ব্রিটিশদের দেওয়া নাম ছিল রাজভবন। সেই কারণেই রাজ ভবনের নাম থেকে 'রাজ' শব্দটি সরানো হোক, তা চেয়েছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি চেয়েছিলেন, এমন এক নাম হোক যা জনগণের আরও কাছাকাছি। রাজভবন যেহেতু মানুষের জন্য সেই কারণে নাম বদলে লোক ভবন করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশজুড়ে রাজ ভবনের নাম বদলের পক্ষেই সওয়াল করেন রাজ্যপালরা। তাতেই সম্মতি দিয়েছে কেন্দ্র। এদিন বিষয়টা নিজেই জানালেন সিভি আনন্দ বোস। লিখলেন, বাংলার রাজভবনের নাম বদলে হল 'লোক ভবন'। 

জানা গিয়েছে, বাংলার কলকাতা ও দার্জিলিংয়ের রাজভবনের নাম ফলক বদলে ফেলা হয়েছে। বদলেছে লেটারহেডও।  এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত পোস্টের পরই কলকাতার রাস্তায় নেমে আমজনতার সঙ্গে কথা বলেন রাজ্যপাল বোস। চা খান মাটির ভাঁড়ে। মেতে ওঠেন খুদেদের সঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের আবেদনে অনুমোদন কেন্দ্রের। এবার রাজভবনের নাম বদলে হচ্ছে 'লোকভবন।'
  • ইতিমধ্যেই বাংলার রাজভবনের এক্স হ্যান্ডেলের নাম বদলে করা হয়েছে 'লোকভবন'। সেখানেই পোষ্ট করা হয়েছে এই সংক্রান্ত তথ্য। 
Advertisement