shono
Advertisement
Kolkata International Book Fair

কলকাতা বইমেলায় গ্রন্থপ্রকাশ, উদ্বোধন রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের বেদ সংক্রান্ত দুটি বইয়ের

দুটি গ্রন্থ প্রকাশিত হল এসবিআই অডিটোরিয়ামে।
Published By: Kishore GhoshPosted: 06:50 PM Feb 05, 2025Updated: 11:36 PM Feb 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ ফেব্রুয়ারি, বুধবার ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এসবিআই অডিটোরিয়ামে প্রকাশিত হল অধ্যাপক ড. রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের দুটি গ্রন্থ। যথাক্রমে 'The VEDAS-Wisdom and Truth for Human Emergence' এবং 'বেদস্নান: সত্যার্থীর ব্রহ্মজ্ঞান সাধন বেদপথে'। অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ইস্টার্ন ইন্সটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্টের ডিরেক্টর, শিক্ষাবিদ এবং লেখক।

Advertisement

এই গ্রন্থপ্রকাশ অনুষ্ঠান উপস্থিত ছিলেন অধ্যাপক ও গবেষক ড. মার্ক এইচ টেলর, মাতৃশক্তি পত্রিকার সম্পাদক তথা দক্ষিণেশ্বর কালী মন্দিরের ট্রাস্টি কুশল চৌধুরী, মার্কিন লেখক রোজান আর টেলর, উডল্যান্ড হাসপাতালের এমডি এবং সিইও রূপক বড়ুয়া, অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, জিনা অ্যান্ড কোম্পানির ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য লাকি কুলকার্নি, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, এস কে দত্ত জিআই ইনফোটেকের এইচআর হেড প্রমুখ।

অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক শিক্ষবিদ এবং বেদজ্ঞ। 'The VEDAS-Wisdom and Truth for Human Emergence' এবং 'বেদস্নান: সত্যার্থীর ব্রহ্মজ্ঞান সাধন বেদপথে' বই দুটিতে বৈদিক জ্ঞানের গভীর অন্বেষণ রয়েছে। সভ্যতা গঠনে বেদের ভূমিকা, আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি এবং মানবিক উত্তরণে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা রয়েছে বইগুলিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক শিক্ষবিদ এবং বেদজ্ঞ।
  • এই গ্রন্থপ্রকাশ অনুষ্ঠান উপস্থিত ছিলেন অধ্যাপক ও গবেষক ড. মার্ক এইচ টেলর।
Advertisement