গোবিন্দ রায়: এবার জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীল। সোমবার ইডির মামলায় জামিন পেলেন তিনি। তবে মানতে হবে একাধিক শর্ত।
দীর্ঘদিন ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই ও ইডি। পরবর্তীতে পুরনিয়োগেও দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্তে নেমে শিক্ষক নিয়োগ ও পুরনিয়োগ দুর্নীতিতে যোগসূত্র পান তদন্তকারীরা। এর পরই ২০২৩ সালের ২০ মার্চ ইডি গ্রেপ্তার করে অয়ন শীলকে। তাঁকে জেরা করে একাধিক তথ্য পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে একাধিকবার জামিনের আর্জি জানান অয়ন। কিন্তু বারবার তা খারিজ হয়ে যায়।
সোমবার অবশেষে ইডির মামলায় জামিন পেলেন অয়ন শীল। এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন। একাধিক শর্তও মানতে হবে অয়ন শীলকে। জমা রাখতে হবে পাসপোর্ট। বদল করা যাবে না মোবাইল নম্বর। তদন্তে সহযোগিতা করতে হবে। উল্লেখ্য, ইডির মামলায় জামিন মিললেও এখনও সিবিআইয়ের মামলায় জামিন মেলেনি। ফলে, আপাতত জেলেই থাকতে হবে অয়ন শীলকে। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অয়ন শীলের একশো কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছিল ইডি। উঠে এসেছিল একাধিক চাঞ্চল্যকর তথ্য। মিলেছিল নারী যোগ। সমস্ত তথ্যের ভিত্তিতে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তারও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।