shono
Advertisement
Recruitment Scam

'ভাগ্নেকে বিশ্বাস করে সবকিছুতে সই করেছি', আদালতে আর কী বললেন পার্থর জামাই কল্যাণময়ের মামা?

অন্যদিকে কুন্তল ঘোষকে নিশানা করেছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল।
Published By: Tiyasha SarkarPosted: 05:19 PM Mar 24, 2025Updated: 05:20 PM Mar 24, 2025

অর্ণব আইচ: নিয়োগ দুর্নীতি মামলায় এবার আদালতে সাক্ষ্য দিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই অর্থাৎ কল্য়াণময় ভট্টাচার্যের মামা। তিনি জানান, গোটা বিষয়টার কিছুই তিনি জানতেন না। ভাগ্নে যেখানে সই করতে বলেছেন, বিশ্বাস করে তিনি করেছেন। এদিকে কুন্তল ঘোষকে নিশানা করেছেন তাপস মণ্ডল।

Advertisement

কিছুদিন আগেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার আর্জি জানিয়েছিলেন কল্যাণময় ভট্টাচার্য। আদালত অনুমতি দেওয়ায় ইতিমধ্যেই তাঁর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁর নাম। সোমবার আদালতে সাক্ষ্য দিলেন কল্যাণময়ের মামা। সেখানে গোটা ঘটনার দায় ভাগ্নের কাঁধেই ঠেলেছেন তিনি। তাঁর কথায়, "আমি ভাগ্নেকে বিশ্বাস করেছি। যেখানে সই করতে বলেছে, করে দিয়েছি।"

প্রসঙ্গত, গত সপ্তাহে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ দাবি করেছিলেন, তাঁর উপর আক্রমণের চেষ্টা করা হয়েছে। এদিকে এই অভিযোগকে বিন্দুমাত্রও গুরুত্ব দিতে নারাজ ধৃত তাপস মণ্ডল। তিনি বলেন, "কুন্তল আগে নীল বাতি লাগানো গাড়ি চড়তেন। বাউন্সার নিয়ে ঘুরতেন। এখন সেগুলো পাচ্ছেন না। সেই কারণেই এই সব মিথ‍্যা কথা বলছেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিয়োগ দুর্নীতি মামলায় এবার আদালতে সাক্ষ্য দিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই অর্থাৎ কল্য়াণময় ভট্টাচার্যের মামা।
  • তিনি জানান, গোটা বিষয়টার কিছুই তিনি জানতেন না।
  • ভাগ্নে যেখানে সই করতে বলেছেন, বিশ্বাস করে তিনি করেছেন। এদিকে কুন্তল ঘোষকে নিশানা করেছেন তাপস মণ্ডল।
Advertisement