shono
Advertisement
Baghajatin

বাঘাযতীনে অবসরপ্রাপ্ত মাকে পুড়িয়ে খুন! টাকা হাতাতেই নারকীয় ছক ছেলের?

পলাতক অভিযুক্ত।
Published By: Tiyasha SarkarPosted: 01:46 PM Mar 27, 2025Updated: 01:47 PM Mar 27, 2025

অর্ণব আইচ: বাঘাযতীনে হাড়হিম কাণ্ড। মাকে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। প্রতিবেশীরা পোড়া গন্ধ পেতেই প্রকাশ্যে আসে গোটা বিষয়টা। ঘর থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার হয় বৃদ্ধার দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। প্রাথমিকভাবে অনুমান, টাকা হাতাতেই বৃদ্ধাকে পুড়িয়ে খুনের ছক কষেছিল ছেলে। ঘটনার পর থেকেই বেপাত্তা গুণধর। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল? আদতে কেন এই নৃশংসতা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃতার নাম মালবিকা মৈত্র। কলকাতার একটি নামী স্কুলে চাকরি করতেন। কিছুদিন আগে অবসরগ্রহণ করেন তিনি। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। তাঁর ছেলে ব্যাঙ্কে চাকরি করে। সম্প্রতি একটি অপারেশন হয় বৃদ্ধার। সেই থেকে শয্যাশায়ী তিনি। ছেলে খাইয়ে, দরজা বাইরে থেকে বন্ধ করে কাজে চলে যায় রোজ। বুধবারও তার অন্যথা হয়নি। সাড়ে আটটা নাগাদ বৃদ্ধার ছেলে বেরিয়ে যায়। বারোটা নাগাদ প্রতিবেশী এক যুবক বৃদ্ধার ফ্ল্যাটের নিচ থেকে ধোঁয়া বেরতে দেখেন। সঙ্গে সঙ্গে অন্যান্যদের খবর দেন। এরপর দরজা ভাঙতেই ভয়ংকর দৃশ্য।

প্রতিবেশীরা দেখেন, দাউদাউ করে পুড়ছেন মালবিকাদেবী। রীতিমতো কুঁকড়ে গিয়েছে তাঁর দেহ। জ্বলছে ঘরের আসবাব পত্রও। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, মায়ের টাকা হাতানোর ছক কষেছিল বৃদ্ধার ছেলে। সম্প্রতি মায়ের সই জাল করে ব্যাঙ্ক থেকে ৯ লক্ষ টাকা তুলতেও চেয়েছিল। কিন্তু তুলতে পেরেছেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে জানতে পারেননি তদন্তকারীরা। এবিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, টাকার কারণেই ছেলে পুড়িয়ে খুন করেছে বৃদ্ধাকে। নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাঘাযতীনে হাড়হিম কাণ্ড। মাকে পুড়িয়ে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে।
  • প্রতিবেশীরা পোড়া গন্ধ পেতেই প্রকাশ্যে আসে গোটা বিষয়টা।
  • ঘর থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার হয় বৃদ্ধার দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়।
Advertisement