shono
Advertisement
SSC

প্রকাশিত SSC একাদশ-দ্বাদশের ফল, 'দুশ্চিন্তার কারণ নেই', চাকরিহারাদের আশ্বাস ব্রাত্যর

শুক্রবার ফলপ্রকাশের পর বেশ কিছুক্ষণের জন্য ওয়েবসাইটে সমস্যা হলেও তা কেটে যায়।
Published By: Sucheta SenguptaPosted: 10:24 PM Nov 07, 2025Updated: 08:17 AM Nov 08, 2025

ধীমান রক্ষিত: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরেই প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণির ফলাফল। কমিশনের ওয়েবসাইট westbengalssc.com থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবেন। তবে ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীদের সিংহভাগ ওয়েবসাইট খোলার চেষ্টা করায় খানিকটা বিভ্রাট হয়। কিছুক্ষণের জন্য কমিশনের ওই নির্দিষ্ট ওয়েবসাইটটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। পরে অবশ্য সেই সমস্যা মিটে প্রকাশিত ফলাফল দেখতে পান পরীক্ষার্থীরা।

Advertisement

 গত ১৪ সেপ্টেম্বর রাজ্যের সরকারি স্কুলগুলিতে একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। হিসেবমতো পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফল প্রকাশিত হল। শুক্রবার রাত সাড়ে ৯টার কিছু পরে এসএসসি-র একাদশ, দ্বাদশের ফল পুরোপুরি প্রকাশ্যে আসার খবর জানিয়ে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শীর্ষ আদালতের রায়ে চাকরিহারাদের আশ্বাস দিয়ে জানিয়েছেন, দুশ্চিন্তার কোনও কারণ নেই। প্রতিটি পদক্ষেপ হবে সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায়নিষ্ঠ সহকারে।

এবছর রাজ্যের উচ্চমাধ্যমিক স্তর অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষকের শূন্যপদ মোট ১২ হাজার ৫১৪ জনের। আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। মোট ৬০ নম্বরে পরীক্ষা নেয় এসএসসি। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com লগ ইন করে প্রত্যেক প্রার্থী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেখতে পারবেন। এরই মধ্যে এসএসসি সফল পরীক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করবেন ওয়েবসাইটে। তাতে উল্লেখ থাকবে কারা কারা পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ডাক পাচ্ছেন। ১৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের নথি যাচাই পর্ব শুরু হবে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। তবে শীর্ষ আদালতের নির্দেশ, চলতি বছরের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেইমতোই এগোচ্ছে এসএসসি। সূত্রের খবর, আগামী সপ্তাহে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফলও প্রকাশিত হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসএসসি একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ ওয়েবসাইটে।
  • westbengalssc.com-এই সাইটে লগ ইন করে ফলাফল দেখা যাচ্ছে।
  • আগামী ১৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের নথি যাচাই পর্ব শুরু হবে।
Advertisement