shono
Advertisement
RG Kar Protest

চাই বিনীত গোয়েলের ইস্তফা, এবার লালবাজার অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের

৩ সেপ্টেম্বর পেনডাউনের ডাক দেওয়া হয়েছে।
Published By: Biswadip DeyPosted: 03:35 PM Aug 30, 2024Updated: 05:24 PM Aug 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের প্রতিবাদ চলছে রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে এবার লালবাজার অভিযানের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। ২ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে ওই অভিযান হবে। পাশাপাশি ৩ সেপ্টেম্বর বাংলার সমস্ত সরকারি-বেসরকারি এবং প্রাইভেট চেম্বারের চিকিৎসকদের পেনডাউন তথা কর্মবিরতির আহ্বানও জানালেন তাঁরা।

Advertisement

প্রসঙ্গত, গত বুধবার মেয়ো রোডে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি বলেন, “জুনিয়র ডাক্তারদের প্রতি আমার সমর্থন আছে। ওরা বন্ধুর জন্য আন্দোলন করছে। আপনাদের ক্ষোভ আছে। অভিমান আছে। আমি সেটা বুঝি। কিন্তু এ বার আস্তে আস্তে কাজে যোগদান করুন। সুপ্রিম কোর্ট রাজ্যগুলোকে বিশেষ ক্ষমতা দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেব না। আমরা পদক্ষেপ করলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে। পাসপোর্ট-ভিসা পেতে সমস্যা হবে।’’ এর পর মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরেই বিতর্ক দানা বাঁধতেই এক্স হ্যান্ডেলে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দেন তিনি। লেখেন, 'আমি ডাক্তারদের হুমকি দিইনি। মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।'

[আরও পড়ুন: জনসংখ্যা বৃদ্ধির চেয়ে বেশি পড়ুয়া আত্মহত্যার হার! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট]

এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যের জুনিয়র ডাক্তারদের সংগঠন WBJDF-এর তরফে এক বিবৃতি পেশা করা হয়। তাতে বলা হয়েছে, 'আমাদের প্রতিনিধিরা গতকালই মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁদের বক্তব্য পরিষ্কার করে জানিয়েছেন বিভিন্ন নিউজ চ্যানেলে ও প্রেস বিবৃতিতে। সমস্ত প্রতিকূলতা ও হুমকির বিরুদ্ধে আমাদের আন্দোলনের সারমর্ম প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। আমাদের পাঁচ দফা দাবি না মেটা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।' 

[আরও পড়ুন: ৪৮ বছরে প্রথমবার! আরব সাগর থেকে ধেয়ে আসছে দানব ‘আসনা’, প্রমাদ গুনছে দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর কাণ্ডের প্রতিবাদ চলছে রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে এবার লালবাজার অভিযানের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা।
  • ২ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে ওই অভিযান হবে।
  • পাশাপাশি ৩ সেপ্টেম্বর বাংলার সমস্ত সরকারি-বেসরকারি এবং প্রাইভেট চেম্বারের চিকিৎসকদের পেনডাউন তথা কর্মবিরতির আহ্বানও জানালেন তাঁরা।
Advertisement