shono
Advertisement
Mamata Banerjee

পরিবেশ সুরক্ষায় পথ দেখাল কলকাতা, কেন্দ্রের স্বীকৃতিতে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

X হ্যান্ডলে কলকাতাবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
Published By: Sayani SenPosted: 05:48 PM May 16, 2025Updated: 06:49 PM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমছে দূষণ। ক্রমশ সবুজে ভরছে তিলোত্তমা। পরিবেশ সুরক্ষায় এবার কলকাতার মুকুটে জুড়ল কেন্দ্রের স্বীকৃতি। X হ্যান্ডলে কলকাতাবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এদিন X হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, "কলকাতা আবার পথ দেখাল! কেন্দ্র পরিবেশ সুরক্ষার নিরিখে তিনটি শহরকে স্বীকৃতি দিয়েছে। তার মধ্যে কলকাতাও রয়েছে। পরিচ্ছন্ন এবং সবুজে ভরা কলকাতা গড়ে তোলায় পাশে থাকার জন্য কলকাতাবাসীকে ধন্যবাদ।"

প্রসঙ্গত, দিন যত যাচ্ছে ততই বাড়ছে নগরায়ণ। উধাও হচ্ছে গাছ। অলিগলির বুক চিরে গজিয়ে উঠছে কংক্রিটের বহুতল। তার উপর আবার যানবাহনের বাড়বাড়ন্ত। ফলে ক্রমশ বাড়ছে দূষণ। দিল্লি-সহ দেশের একাধিক শহরের পরিস্থিতি প্রায় একইরকম। বিশেষত দিল্লির অবস্থা খুবই খারাপ। বারবার তা শিরোনামে জায়গা করে নিয়েছে। মূলত শীতকাল কিংবা দীপাবলির সময় রাজধানীর পরিস্থিতি হয় খুবই খারাপ। তবে কলকাতার ছবি একেবারেই আলাদা। 'পার্টিকুলেট ম্যাটার' বাতাসে নেই বললেই চলে। তার ফলে বায়ুদূষণ হচ্ছে না। বলে রাখা ভালো, 'পার্টিকুলেট ম্যাটার' হল বাতাসে মিশে থাকা ক্ষুদ্র কঠিনকণা এবং তরলের সংমিশ্রণ। সে কারণে দূষণমুক্ত কলকাতাকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। তাই শহরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কমছে দূষণ। ক্রমশ সবুজে ভরছে তিলোত্তমা।
  • পরিবেশ সুরক্ষায় এবার কলকাতার মুকুটে জুড়ল কেন্দ্রের স্বীকৃতি।
  • X হ্যান্ডলে কলকাতাবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement