shono
Advertisement
Suvendu Adhikari on John Barla

'অভিযোগ ভিত্তিহীন, নিঃশর্তে ক্ষমা চান', জন বার্লাকে আইনি নোটিস শুভেন্দুর

ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
Published By: Sayani SenPosted: 12:59 PM May 16, 2025Updated: 02:16 PM May 16, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ফুলবদল করেই একসময়ের সতীর্থ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন জন বার্লা। ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতার। তাই প্রাক্তন সাংসদ বার্লাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে আইনি নোটিস পাঠালেন শুভেন্দু। ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Advertisement

শুভেন্দু X হ্যান্ডেলে লেখেন, "কোনও প্রমাণ ছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন বার্লা।" সে কারণে বার্লাকে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, "আগামী সাতদিনের মধ্যে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে।" দাবিপূরণ না হলে সদ্য তৃণমূলে যোগদানকারী বার্লার বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু।

প্রসঙ্গত, বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলবদল করেন জন বার্লা (John Barla)। পদ্মশিবির ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখান। দলবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “৭ মাস আগে থেকে কথা চলছিল। দিদি ফোন করেছিলেন। আমি চেয়েছিলাম চা বাগান নিয়ে কাজ করতে। মন্ত্রী হয়েছিলাম। কাজ করতে গিয়ে সবসময় বাধা পেয়েছি। রেলের সঙ্গে হাত মিলিয়ে হাসপাতাল তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু বিরোধী দলনেতা বাধা দিতেন। জনতার আশীর্বাদে জিতেছিলাম তবে শুভেন্দু অধিকারীর বাধায় কোনও কাজ করতে পারেনি।” তাঁর আরও দাবি, “জমি চিহ্নিতকরণের কাজও হয়ে গিয়েছিল। শুধু বাকি ছিল মউ স্বাক্ষর। শুভেন্দু সোজা রেলদপ্তরে ফোন করেন। কাজে বাধা দেন। কাজ করতে দিতেন। কেন এই দল করব যে আমাকে বাধা দেয়। আমার দলই আমাকে অপমান করেছে। উন্নয়নের কাজ করতে দিত না।” এই অভিযোগের পালটা বার্লাকে আইনি নোটিস পাঠালেন শুভেন্দু (Suvendu Adhikari)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফুলবদল করেই একসময়ের সতীর্থ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন জন বার্লা।
  • ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতার।
  • তাই প্রাক্তন সাংসদ বার্লাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে আইনি নোটিস পাঠালেন শুভেন্দু।
Advertisement