shono
Advertisement

‘মল-মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না’, ‘দলবদলু’দের নিয়ে বিতর্কিত টুইট তথাগতর

আচমকা কেন এমন পোস্ট করলেন বর্ষীয়ান বিজেপি নেতা?
Posted: 12:59 PM Jun 11, 2021Updated: 01:50 PM Jun 11, 2021

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিধানসভা নির্বাচনের আগে কার্যত দলবদলের হিড়িক লেগেছিল। তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বহু নেতা-নেত্রী। এবার টুইটে তাঁদের খোঁচা দিলেন তথাগত রায়। প্রয়াত সিপিএম নেতার উক্তিকে কাজে লাগিয়ে ‘দলবদলু’দের উদ্দেশে টুইট করে বিতর্কে জড়ালেন তিনি।

Advertisement

বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy) লেখেন, “তৃণমূল থেকে বিজেপিতে (BJP) আসা যে সব নেতা আবার তৃণমূলে ফিরে গেছেন তাঁদের সম্বন্ধে আমি প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্যের পুনরাবৃত্তি করছি। ”মল-মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়”। ১৯৬৪ সালে যখন কম্যুনিস্ট পার্টি ভাঙে তখন সিপিআই নেতাদের সম্বন্ধে এই উক্তি।”

[আরও পড়ুন: হিন্দুদের বোকা বানিয়ে সিঁদুর পরে ভোট নিয়েছেন! নুসরত প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ]

তথাগত রায়ের এই টুইট নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বিশ্লেষকদের অনেকেই বলছেন, বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে অনেক তৃণমূল নেতানেত্রীই নাম লিখিয়েছিলেন পদ্মশিবিরে। তার ফলে ভোটের আগে যেন বাড়তি অক্সিজেন পেয়েছিল বিজেপি। তবে আশানুরূপ ফল হয়নি। আর তারপরই তৃণমূল থেকে বিজেপিতে আসা বহু বিজেপি নেতাকেই ‘বেসুরো’ শুনিয়েছে। দীপেন্দু বিশ্বাস, শিউলি সাহা, সরলা মুর্মুদের মতো অনেকেই তৃণমূলে ফিরতে চেয়ে চিঠিও লিখেছেন। আবার মুকুল পুত্র শুভ্রাংশু রায়, রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ফেসবুক পোস্টে কার্যত গেরুয়া শিবিরের বিরোধিতা করেছেন। শুভ্রাংশু লিখেছিলেন, বিরোধীদের সমালোচনা করার আগে আত্মসমালোচনা প্রয়োজন। আবার রাজীব বন্দ্যোপাধ্যায় রাজ্যে ৩৫৬ ধারা জারির দাবির বিরোধিতা করেন। রাজীব লিখেছিলেন, “মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না।” এই প্রেক্ষাপটে বিরক্ত হয়ে ‘দলবদলু’দের খোঁচা দিয়ে তথাগত রায় এহেন টুইট করেছেন বলেই দাবি রাজনীতিকদের।

[আরও পড়ুন: নিউটাউন এনকাউন্টার: ফ্ল্যাটে উদ্ধার উর্দু লেখা প্যাকেট, পাক-যোগের সম্ভাবনা ক্রমশ জোরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement