shono
Advertisement
Pranab Mukherjee

ছাব্বিশের আগে ব্রিগেডে গীতাপাঠ সংঘ-ঘনিষ্ঠ সংগঠনের, প্রচার ভিডিওতে প্রণব!

এর সঙ্গে রাজনীতির যোগ মানতে নারাজ বঙ্গের সংঘ প্রচারকরা।
Published By: Sucheta SenguptaPosted: 11:25 PM Nov 21, 2025Updated: 11:32 PM Nov 21, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বাংলায় বিধানসভা ভোটের মুখে কলকাতার ব্রিগেড ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচির আয়োজন করেছে গেরুয়া শিবির। আর চমকপ্রদ বিষয় হল, সংঘ-ঘনিষ্ঠ এই কর্মসূচির প্রচারে প্রয়াত রাষ্ট্রপতি তথা কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের ভিডিওর ব্যবহার নিয়ে তীব্র চাঞ্চল‌্য রাজনীতির আঙিনায়।

Advertisement

আগামী ৭ ডিসেম্বর পাঁচ লক্ষ কণ্ঠে সমবেত গীতাপাঠ কর্মসূচির আয়োজন করছে ‘সনাতন সংস্কৃতি সংসদ’। এরা আদতে আরএসএস-এর সহযোগী সংগঠন বলে গেরুয়া শিবির সূত্রে খবর। কর্মসূচির প্রচারেও দেখা যাচ্ছে সংঘের চেনা মুখদেরই। আর সেই প্রচারে প্রণববাবুর মুখ দেখে জল্পনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধ সংক্রান্ত পংক্তি আবৃত্তি করছেন প্রাক্তন রাষ্ট্রপতি। প্রণববাবুর মুখে উচ্চারিত হচ্ছে ‘কুরুক্ষেত্র চিরস্তব্ধ ভীষণ সমর মন্দ্র/ অন্তিম নতি লহ ভীষ্মের অস্তোন্মুখ চন্দ্র...’।

আরএসএসের ক্ষেত্রীয় প্রচার প্রমুখ জিষ্ণু বসু বলেন, ‘‘প্রণববাবু তো রাষ্ট্রপতি ছিলেন। দেশের রাষ্ট্রপতির রাজনৈতিক পরিচয় থাকে না। তাছাড়া নাগপুরে সংঘের কর্মসূচিতেও উনি যোগ দিয়েছিলেন। অসুবিধা কোথায়? তাছাড়া এটা সংঘের কর্মসূচিও নয়। যাঁরা উদ্যোক্তা, তাঁরা হয়তো বিষয়টি প্রাসঙ্গিক মনে করেছেন।’’‌‌‌ দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায়ও এর সঙ্গে রাজনীতির যোগ মানছেন না। তাঁর কথায়, ‘‘প্রণব মুখোপাধ্যায় এই বাংলার তথা দেশের অন্যতম সম্মাননীয় নাগরিক ছিলেন। তাঁদের মতো মানুষদের কাছে মহাভারত বা মহাভারতের কুরুক্ষেত্রে উচ্চারিত গীতা কতটা প্রাসঙ্গিক, সে কথাই তুলে ধরার চেষ্টা হয়েছে।’’

গত ২ বছর ধরে ডিসেম্বরে ব্রিগেডে এই গীতাপাঠের আয়োজন করে সংঘ-ঘনিষ্ঠ ‘সনাতন সংস্কৃতি সংসদ’। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবারের প্রচারে কিছুটা ব্যতিক্রমীভাবে প্রণব মুখোপাধ্যায়কে 'ব্যবহার' নজর কাড়ছে, তা বলাই বাহুল্য। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডিসেম্বরে ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন সংঘ-ঘনিষ্ঠ সংস্থার।
  • প্রচারে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভিডিও ব্যবহার নিয়ে বিতর্ক।
  • এর সঙ্গে রাজনীতির যোগ মানতে নারাজ বঙ্গের সংঘ প্রচারকরা।
Advertisement