shono
Advertisement
VIP

মহাষষ্ঠীর দুপুরে চলন্ত গাড়িতে আগুন, তীব্র যানজট ভিআইপির রাস্তায়

প্রাণহানির কোনও খবর নেই।
Published By: Paramita PaulPosted: 05:22 PM Oct 09, 2024Updated: 05:22 PM Oct 09, 2024

বিধান নস্কর, বিধাননগর: পুজোর সময় অঘটন। দমদম পার্কের কাছে ভিআইপি রোডে চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। পুজোর ভিড়ের মাঝে বুধবার দুপুরে আচমকা চলন্ত গাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। যানজটও তৈরি হয়। তবে এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই।

Advertisement

এদিন দুপুরে ভিআইপি রোডে চলন্ত টাটা সুমো গাড়িতে আগুন ধরে যায়। পুলিশ সূত্রে জানা যায়, উল্টোডাঙার দিক থেকে গাড়িটি যখন দমদম এয়ারপোর্টের দিকে যাচ্ছিল সেই সময় দমদম পার্ক সিগন্যালের কাছে আচমকা আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে গাড়ি চালক বেরিয়ে আসেন। বরাতজোরে প্রাণে বেঁচে যান তিনি।

দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুজোর সময় ভিআইপি রোডে গাড়িতে আগুন লাগার ফলে তীব্র যানজট হয়। তবে অল্প কিছুক্ষণের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার